বহু প্রত্যাশা নিয়ে এবারের মরসুম শুরু করেছিল বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। কিন্তু এখনও পর্যন্ত চূড়ান্ত সাফল্য পায়নি কর্নাটকের এই ফুটবল ক্লাব। ডুরান্ডের সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়ার পর দেশের প্রথম ডিভিশন লিগে সাফল্য পেতে মরিয়া ছিল জেরার্ড জারাগোজার ছেলেরা। কিন্তু সেটা সম্ভব হয়নি। নক আউট পর্ব থেকেই দুরন্ত ছন্দে ধরা দিলেও শেষ রক্ষা হয়নি। পরাজিত হতে হয়েছে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। সেই ম্যাচে আলবার্তো রদ্রিগেজের আত্মঘাতী গোলে দল এগিয়ে থাকলেও সেটা বজায় রাখা সম্ভব হয়নি। অতিরিক্ত সময় বাজিমাত করে গিয়েছিল সবুজ-মেরুন ফুটবলাররা।
Also Read | বেঙ্গালুরুর সুপার কাপ স্কোয়াডে জায়গা পেলেন কে কারা? জানুন বিস্তারিত
সেই হতাশা কাটিয়ে এবার ঘুরে দাঁড়ানোর লড়াই। হাতে মাত্র কয়েকটা দিন। তারপরেই শুরু হতে চলেছে কলিঙ্গ সুপার কাপ। এবার এই টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স করাই অন্যতম লক্ষ্য সুনীল ছেত্রীদের। সেইমতো বুধবার বিকেলে এই টুর্নামেন্টের জন্য সম্পূর্ণ স্কোয়াড ঘোষণা করেছে বেঙ্গালুরু এফসি। যেখানে একের পর এক হাইপ্রোফাইল ফুটবলারদের পাশাপাশি স্থান পেয়েছেন একাধিক তরুণ ফুটবলার। এবার তাঁদের সকলকে নিয়েই ট্রফি জয় করে সিজন শেষ করতে বধ্যপরিকর জেরার্ড জারাগোজা। কিন্তু কাজটা যে খুব একটা সহজ হবে না সেটা বলাই চলে।
Also Read | সুপার কাপে মোহনবাগানের তরুণ তুর্কিরা, কে হবেন দলের ভবিষ্যৎ?
পাশাপাশি এখন থেকেই নতুন সিজনের জন্য ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে গত কয়েক সপ্তাহ ধরেই একাধিক ফুটবলারদের নাম উঠে আসতে শুরু করেছে বিভিন্ন মাধ্যম থেকে। তবে এক্ষেত্রে শুধুমাত্র নতুন ফুটবলারদের দলের সঙ্গে সংযুক্ত করাই নয়, মরসুম শেষে বেশকিছু ফুটবলারদের বিদায় জানানোর ও পরিকল্পনা রয়েছে একবারের আইএসএল জয়ীদের। সেক্ষেত্রে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে এডগার মেন্ডেজের নাম। এই আইএসএলে মোট ২৭ টি ম্যাচ খেলেছেন এই তারকা। তারমধ্যে ৯টি গোলের পাশাপাশি ৪টি অ্যাসিস্ট থেকেছে এই স্প্যানিশ উইঙ্গারের।
শোনা যাচ্ছে, তাঁর এমন পারফরম্যান্স নিয়ে খুব একটা খুশি নয় ম্যানেজমেন্ট। তাই সবদিক মাথায় রেখেই মেন্ডেজের বিকল্প খুঁজতে শুরু করেছে বেঙ্গালুরু এফসি। সেক্ষেত্রে ইউরোপের একাধিক ফুটবলারদের দিকে নজর রয়েছে তাঁদের। সব ঠিকঠাক থাকলে আগামী কয়েক মাসের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে সেই বিষয়টি।