বিগত কয়েক সিজনের মতো এবারও দুরন্ত ছন্দে রয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। চলতি সিজনের শুরুতে ডুরান্ড কাপের ফাইনালে পরাজিত হতে হলেও সেখান থেকে ঘুরে দাঁড়াতে খুব একটা সমস্যা হয়নি কলকাতা ময়দানের এই প্রধানের। অনবদ্য পারফরম্যান্সের মধ্য দিয়ে লিগ শিল্ড জয় করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। যারফলে টুর্নামেন্টের প্রথম দল হিসেবে টানা দুইবার এই খেতাব জয় করেছে মেরিনার্সরা। সেই নিয়ে যথেষ্ট খুশি সমর্থকরা। তবে সেখানেই থামতে রাজি ছিলেন না জোসে মোলিনা। শিল্ড জয়ের পাশাপাশি লিগ কাপ জয়ের পরিকল্পনা ছিল এই স্প্যানিশ কোচের।
Also Read | মোলিনা নয়, এই কোচের অধীনে সুপার কাপের প্রস্তুতি শুরু করছে বাগান ব্রিগেড?
সেটাই হয়েছে শেষ পর্যন্ত। গত কয়েকদিন আগেই সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে টুর্নামেন্টের ফাইনালে সুনীল ছেত্রীদের বেঙ্গালুরু এফসিকে পরাজিত করে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। দলের হয়ে গোল করেছিলেন অস্ট্রেলিয়ান তারকা জেসন কামিন্সের পাশাপাশি জেমি ম্যাকলারেনের মতো ফুটবলার। নির্ধারিত নব্বই মিনিটের পরে ও ম্যাচ অমীমাংসিত থাকলেও অতিরিক্ত সময় গোল করে দলকে জয়ের সরণিতে নিয়ে চলে আসেন জেমি। যারফলে কলকাতার বুকে সৃষ্টি হয় এক নতুন রেকর্ড।
Also Read | আইপিএলে ফ্রি শাটল পরিষেবা উবার ইন্ডিয়ার!
সেই আনন্দে এখনও মাতোয়ারা আপামর বাগান জনতা। কিন্তু কবে ট্রফি আসবে ময়দানের এই তাঁবুতে? সেই উত্তর জানার অপেক্ষায় ছিল সমর্থকরা। তবে গতকাল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বাগান সচিব জানিয়েছিল যে ১লা বৈশাখের দিনেই ক্লাবে আসতে চলেছে সকল ট্রফি। সেটাই হয়েছে আজ। কিন্তু কবে থেকে সেই ট্রফি চাক্ষুষ করতে পারবেন সমর্থকরা? সেই নিয়েই এবার উঠে আসলো নয়া। তথ্য। ঘন্টাখানেক আগেই নিজেদের সোশ্যাল সাইটে সেই সংক্রান্ত একটি বিবৃতি জারি করা হয় বাগানের তরফে। সেই অনুযায়ী আগামীকাল অর্থাৎ ১৬ ই এপ্রিল থেকেই ট্রফি দেখতে পারবেন সমর্থকরা।
তবে একদিন নয়। আগামী বুধবার থেকে শুরু করে আগামী ১৯শে এপ্রিল অর্থাৎ শনিবার পর্যন্ত ক্লাব তাঁবুতে থাকবে দলের অর্জিত সকল ট্রফি। বিকেল ৩টে থেকে শুরু করে সন্ধ্যা ৬টা পর্যন্ত ক্লাব তাঁবুতে এসে ট্রফি চাক্ষুষ করতে পারবেন বাগান সমর্থকরা।