bangladesh protest against waqf law
ঢাকা: ভারতে সম্প্রতি সংশোধিত ওয়াকফ আইন ঘিরে ব্যপক বিতর্ক দানা বেঁধেছে৷ সেই বিতর্কেক আঁচ এবার দেশের গণ্ডি ছাড়িয়ে পৌঁছ গেল বাংলাদেশে। প্রতিবাদে সরব হয়েছে বাংলাদেশি ইসলামপন্থী সংগঠন খেলাফত মজলিস৷ আগামী ২৩ এপ্রিল ঢাকায় ভারতীয় হাইকমিশন ঘেরাও এবং স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছে তারা। (bangladesh protest against waqf law)
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ওইদিন একটি পদযাত্রা অনুষ্ঠিত হবে, যা হাইকমিশন ঘিরে প্রতীকী বিক্ষোভে রূপ নেবে। দাবি—ভারতের এই নতুন আইন মুসলমানদের ধর্মীয় অধিকার এবং সম্পত্তি হরণের একটি প্রাতিষ্ঠানিক চেষ্টা।
“মুসলমানদের জমি কেড়ে নেওয়ার হাতিয়ার” bangladesh protest against waqf law
ঢাকায় এক জরুরি বৈঠকে খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সরাসরি ভারতের বিজেপি সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলেন। তাঁর কথায়, “সংশোধিত ওয়াকফ আইন আসলে মুসলিমদের জমি দখল ও ধর্মীয় অধিকার দমনের একটি ষড়যন্ত্র। ভারতে মুসলমানদের বিরুদ্ধে যে দীর্ঘদিন ধরে কাঠামোগত নিপীড়ন চলছে, এই আইন তারই অংশ।”
মামুনুল হকের দাবি, ভারতে মসজিদ ভেঙে মন্দির গড়ার ঘটনা এখন আর বিচ্ছিন্ন নয়, বরং এক পরিকল্পিত রাষ্ট্রীয় এজেন্ডার অংশ। তাঁর আরও দাবি, ভারতে মসজিদ ভেঙে মন্দির গড়ার ঘটনা এখন আর বিচ্ছিন্ন নয় বরং এক পরিকল্পিত রাষ্ট্রীয় এজেন্ডার অংশ। তিনি বলেন, “এটা শুধু ভারতের বিষয় নয় বরং পুরো মুসলিম সমাজের অস্তিত্বের প্রশ্ন।”
আন্তর্জাতিক উদ্বেগের আহ্বান bangladesh protest against waqf law
খেলাফত মজলিসের ভাষ্য, ভারতের নতুন ওয়াকফ আইন শুধু মুসলমানদের ধর্মীয় সম্পত্তিকে রাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার পথ তৈরি করছে না, বরং মুসলিম পরিচয় মুছে দেওয়ার মতো একটি গভীর সংকটের জন্ম দিচ্ছে। মামুনুল হক বাংলাদেশের সরকারের প্রতিও আহ্বান জানান, যেন বিষয়টি নিয়ে কূটনৈতিকভাবে ভারতের সঙ্গে কথা বলে এবং নিজেদের অবস্থান স্পষ্ট করে। তিনি বলেন, “বাংলাদেশের মুসলমানদের নিরাপত্তা ও সম্মান রক্ষায় সরকারকে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে৷’’
পশ্চিমবঙ্গে উত্তাল পরিস্থিতি bangladesh protest against waqf law
ভারতের পশ্চিমবঙ্গেও এই ইস্যু ঘিরে প্রবল উত্তেজনা তৈরি হয়েছে। বিশেষ করে মুর্শিদাবাদের সামসেরগঞ্জ, সুতি ও ধুলিয়ান এলাকায় ঘটে গিয়েছে সহিংস বিক্ষোভ। এই ঘটনায় কমপক্ষে তিনজন প্রাণ হারিয়েছেন। পরিস্থিতি সামাল দিতে ওইসব অঞ্চলে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও আধা সামরিক বাহিনী।
কী আছে এই সংশোধিত ওয়াকফ আইনে? bangladesh protest against waqf law
ভারতের কেন্দ্রীয় সরকার সম্প্রতি যে সংশোধিত ওয়াকফ আইন পাস করেছে, তার মূল লক্ষ্য বলা হয়েছে—ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনা। তবে সমালোচকদের মতে, এই আইন আসলে ওয়াকফ বোর্ডের অধীনে থাকা মুসলিমদের জমি রাষ্ট্রের হস্তক্ষেপে নেওয়ার সুযোগ তৈরি করছে। নতুন বিধানে সরকার চাইলে যে কোনও ওয়াকফ সম্পত্তির রেকর্ড যাচাই করতে পারবে, এমনকি কিছু ক্ষেত্রে জমির ওপর বোর্ডের অধিকারও খর্ব হতে পারে।
মুসলিম বিশ্বের প্রতিক্রিয়া কী হবে? bangladesh protest against waqf law
খেলাফত মজলিসের মতো সংগঠনগুলোর মতে, এই আইন মুসলিম বিশ্বকে একীভূত প্রতিক্রিয়া দিতে বাধ্য করবে। তাঁদের কথায়, “যদি আজ ভারতের মুসলমানদের জমি কেড়ে নেওয়া হয়, কাল সেটা অন্য দেশেও ঘটতে পারে। এ লড়াই শুধু ভারতের মুসলমানদের নয়, গোটা মুসলিম জাতির অস্তিত্ব রক্ষার প্রশ্ন।”
Bangladesh: Khilafat Majlis in Bangladesh has announced a protest march to the Indian High Commission in Dhaka on April 23, opposing India’s amended Waqf Act. Party leader Maulana Mamunul Haque claims the law is part of a wider conspiracy to seize Muslim land and undermine religious rights.