মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে টানাপোড়েন চূড়ান্তে পৌঁছল হাভার্ড বিশ্ববিদ্যালয়ের। ছাত্র আন্দোলন ও ডাইভার্সিটি প্রোগ্রাম বন্ধে প্রশাসনের চাপ মানতে নারাজ হাভার্ড। তার জবাবে এক ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের প্রায় ২.৩ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের কেন্দ্রীয় তহবিল স্থগিত করে দিল আমেরিকার সরকার। (Harvard vs Trump Administration)
শিক্ষা দপ্তরের অ্যান্টিসেমিটিজম টাস্ক ফোর্সের অভিযোগ Harvard vs Trump Administration
স্থগিত হওয়া অর্থের মধ্যে রয়েছে ২.২ বিলিয়ন ডলারের গবেষণা অনুদান এবং ৬০ মিলিয়ন ডলারের সরকারি চুক্তি। আমেরিকার শিক্ষা দপ্তরের অ্যান্টিসেমিটিজম টাস্ক ফোর্সের অভিযোগ, “হাভার্ডের এই প্রতিক্রিয়া প্রমাণ করে, দেশের অভিজাত বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে এক ধরনের ‘অধিকারবোধ’ চেপে বসেছে, যা গ্রহণযোগ্য নয়।”
হাভার্ড প্রেসিডেন্ট অ্যালান গারবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করবে না তাঁর প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের সমস্ত সদস্যদের উদ্দেশে লেখা চিঠিতে তিনি বলেন, “আমরা আমাদের স্বাধীনতা বিকিয়ে দেব না। কী পড়ানো হবে, কে পড়াবেন বা কাকে ভর্তি করা হবে — তা ঠিক করবে হাভার্ড, কোনও সরকার নয়।”
তিনি আরও জানান, ট্রাম্প প্রশাসনের দাবি যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনী ও Title VI আইনের পরিপন্থী, যেখানে জাতি, বর্ণ কিংবা জাতিগত ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ।
কেন্দ্রীয় তহবিল বন্ধ Harvard vs Trump Administration
এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই হাভার্ডের উপর কেন্দ্রীয় তহবিল বন্ধ করার সিদ্ধান্ত কার্যকর করে প্রশাসন। শুক্রবার এক চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্প হাভার্ডের প্রশাসনিক কাঠামো, ভর্তি নীতি, ডাইভার্সিটি ইনিশিয়েটিভ এবং কিছু ছাত্র সংগঠনের স্বীকৃতি খতিয়ে দেখার নির্দেশ দেন। হুঁশিয়ারি দেন, ৯ বিলিয়ন ডলারেরও বেশি অনুদান ঝুঁকির মুখে রয়েছে।
এই সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খুলেছেন মার্কিন সেনেটর বার্নি স্যান্ডার্স। হাভার্ডের ছাত্রদের প্রতিবাদকে কুর্নিশ জানিয়ে তিনি বলেন, “এই প্রজন্ম বুঝিয়ে দিয়েছে, গণতন্ত্র মানে মাথা নত করা নয়। ট্রাম্পের কর্তৃত্ববাদী মনোভাবের জবাব তারা ঠিক মতোই দিয়েছে।”
ট্রাম্প প্রশাসনের নজরে রয়েছে আরও কয়েকটি অভিজাত বিশ্ববিদ্যালয় — পেনসিলভানিয়া, ব্রাউন এবং প্রিন্সটন। এর আগেই একই ধরনের চাপের মুখে নীতিগত পরিবর্তন করতে বাধ্য হয়েছিল কলম্বিয়া বিশ্ববিদ্যালয়।
সব মিলিয়ে, শিক্ষা আর রাজনীতির সংঘাত যে আরও প্রকট হতে চলেছে, তা বলাই যায়।
World: Harvard University resists political pressure from the Trump administration over student protests and diversity programs, triggering a $2.3B fund freeze, including $2.2B research grants and $60M federal contracts.