কলকাতা: মুর্শিদাবাদে ওয়াকফ আইন নিয়ে চলা প্রতিবাদের জেরে এলাকায় অশান্তি সৃষ্টি হয়েছে। এর প্রভাব পড়েছে পাশের মালদহ জেলাতেও। যদিও পুলিশের তৎপরতায় পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে এবং কড়া নজরদারি চলছে, কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিছুটা উদ্বেগ দেখা দিয়েছে।
শান্তির বার্তা বোসের CV Anand Bose directs Indian Red Cross to provide relief
এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে শান্তনা দিতে রাজ্যপাল সিভি আনন্দ বোস আগেই শান্তির বার্তা দিয়েছিলেন। এবার তিনি অশান্ত এলাকায় ত্রাণ সাহায্য পাঠানোর জন্য ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটিকে মাঠে নামার নির্দেশ দিয়েছেন। রাজ্যপাল তার অফিসিয়াল এক্স হ্যান্ডল থেকে এ কথা জানিয়েছেন।
রাজভবন সূত্রে জানা গেছে, রাজ্যপাল এই ত্রাণ কার্যক্রমের জন্য ডক্টর এসকে পট্টনায়ক ও সন্দীপ রাজপুতকে নোডাল অফিসার হিসেবে নিয়োগ করেছেন। এসকে পট্টনায়ক বর্তমানে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির চেয়ারম্যান। রেড ক্রসের পক্ষ থেকে দুটি হেল্পলাইন নম্বরও ঘোষণা করা হয়েছে: 9732524377 এবং 8013344318।
ওয়াকফ বিরোধিতায় প্রতিবাদ-বিক্ষোভ চলছে CV Anand Bose directs Indian Red Cross to provide relief
গত কয়েকদিন ধরে রাজ্যে ওয়াকফ আইনের বিরোধিতা করে প্রতিবাদ ও বিক্ষোভ চলছে। মুর্শিদাবাদের সুতি, সামশেরগঞ্জ এবং ধুলিয়ানে পরিস্থিতি উদ্বেগজনক হলেও পুলিশি তৎপরতায় উত্তাপ কিছুটা কমেছে। হাই কোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনীও পুলিশের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার কাজে সহায়তা করছে। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার নিজে এসব এলাকা পরিদর্শন করেছেন।
এদিকে, রাজ্যপাল সিভি আনন্দ বোস অশান্ত এলাকাগুলির রাজনৈতিক নেতাদের সঙ্গে কথা বলে তাদের উপর এলাকার শান্তি বজায় রাখার দায়িত্ব দিয়েছেন। মুর্শিদাবাদ ও মালদহের স্পর্শকাতর এলাকাগুলিতে মানুষের অসুবিধা দূর করার জন্য তিনি রেড ক্রস সোসাইটিকে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন। রাজ্যপাল বলেছেন, ‘‘এই এলাকার জন্য অবিলম্বে ত্রাণ পাঠাতে হবে।’’
বহরমপুর এবং মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনায় সাংসদ ইউসুফ পাঠান ও আবু তাহের খান নিয়মিত খোঁজখবর রাখছেন। মুর্শিদাবাদ জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার জানিয়েছেন, ‘‘এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং উদ্বেগের কিছু নেই।’’
পুলিশ এবং রাজ্যপাল সিভি আনন্দ বোসের উদ্যোগে পরিস্থিতি শান্ত করার চেষ্টা অব্যাহত রয়েছে।
West Bengal: Murshidabad sees unrest over Waqf law protests, affecting nearby Malda. Governor CV Anand Bose directs Indian Red Cross to provide relief. High Court orders central forces deployment. Stay updated on the latest developments in this political and social crisis.