কলকাতা: সোমবার সকালে কলকাতার পার্ক স্ট্রিট মোড়ে ঘটে গেল বড়সড় দুর্ঘটনা। হাওড়া-যাদবপুর রুটের একটি সরকারি বাস আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে উঠে গেল রোড ডিভাইডারের ওপর। প্রত্যক্ষদর্শীদের দাবি, এক বেসরকারি বাসের সঙ্গে রেষারেষিতে জড়িয়ে পড়েই দুর্ঘটনা।
দুর্ঘটনার সময় বাসটি যাদবপুরের দিকে যাচ্ছিল। যাত্রীসংখ্যা তুলনামূলকভাবে কম থাকায় বড়সড় ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। তবুও বেশ কয়েকজন যাত্রী আবত হয়েছে। যদিও কারও চোট গুরুতর নয়।
চাকা শূন্যে, ভেঙে গেল ডিভাইডার park street bus accident
ডিভাইডারে ধাক্কা মারার সঙ্গে সঙ্গেই বাসটির সামনের দু’টি চাকা শূন্যে উঠে যায়। রাস্তার মাঝখানের ডিভাইডারের একাংশ ভেঙে গিয়ে পরে বহু চেষ্টায় বাসটিকে নামানো হয়।
এ নিয়ে স্থানীয় এক ব্যবসায়ী বলেন, “বাসটা হঠাৎ ডান দিকে মোড় নিতে গিয়ে একেবারে ডিভাইডারের ওপরে উঠে যায়। সামনে কেউ থাকলে কী হত, ভাবতেই ভয় লাগছে!”
যান চলাচলে সাময়িক বিঘ্ন, তদন্তে পুলিশ park street bus accident
ঘটনার জেরে পার্ক স্ট্রিট মোড়ে কিছু সময়ের জন্য যান চলাচলে প্রভাব পড়ে। পরে ট্র্যাফিক পুলিশ দ্রুত পরিস্থিতি সামাল দেয়।
পুলিশ ও পরিবহণ দফতর সূত্রে খবর, বাসের যান্ত্রিক ত্রুটি, নাকি চালকের গাফিলতি—সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার সময় ঘাতক বাসের স্পিড কত ছিল, তা-ও জানার চেষ্টা চলছে।
ছুটির দিন বলেই রক্ষা! park street bus accident
সোমবার ছিল অম্বেডকর জয়ন্তীর সরকারি ছুটি। ফলে শহরের রাস্তাঘাট ছিল অনেকটাই ফাঁকা। আর তাতেই বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেল শহরবাসী।
Kolkata City: Major accident at Kolkata’s Park Street as a government bus loses control and crashes onto a road divider. Several passengers injured, but no fatalities reported. Police investigate mechanical failure and driver negligence.