এসএসসি ২০১৬: জেলাওয়াড়ি ‘যোগ্য-অযোগ্য’ তালিকা চাইল বিকাশ ভবন

কলকাতা: এসএসসি ২০১৬ সালের নিয়োগ দুর্নীতি ঘিরে একাধিক পর্যায়ের মামলার মাঝে এবার বড় পদক্ষেপ নিচ্ছে রাজ্য শিক্ষা দফতর। চাকরি হারানো প্রার্থীদের ‘যোগ্য’ ও ‘অযোগ্য’ হিসেবে…

SSC recruitment scam

কলকাতা: এসএসসি ২০১৬ সালের নিয়োগ দুর্নীতি ঘিরে একাধিক পর্যায়ের মামলার মাঝে এবার বড় পদক্ষেপ নিচ্ছে রাজ্য শিক্ষা দফতর। চাকরি হারানো প্রার্থীদের ‘যোগ্য’ ও ‘অযোগ্য’ হিসেবে আলাদা করে জেলাওয়াড়ি তালিকা চেয়ে পাঠাল বিকাশ ভবন। এই তালিকার ভিত্তিতেই শুরু হবে প্রার্থী চিহ্নিতকরণের পরবর্তী ধাপ। (SSC recruitment scam)

Advertisements

সূত্রের খবর, ইতিমধ্যেই এসএসসি রাজ্যজুড়ে একবার ‘অযোগ্য’ ও ‘চিহ্নিত নয়’ প্রার্থীদের একটি সামগ্রিক তালিকা পাঠিয়েছিল শিক্ষা দফতরে। এবার তারই নির্দিষ্ট জেলাভিত্তিক সংস্করণ চেয়ে পাঠানো হয়েছে। দ্রুত সেই তালিকা পেলে ডিআই (জেলা বিদ্যালয় পরিদর্শক) দের মাধ্যমে মাঠে নামবে শিক্ষা দফতর।

   

সুপ্রিম কোর্টের নির্দেশেই পরবর্তী পদক্ষেপ SSC recruitment scam

শীর্ষ আদালতের নির্দেশ মেনেই জেলাভিত্তিক যাচাইয়ের এই সিদ্ধান্ত। বিকাশ ভবনের উচ্চপদস্থ এক কর্তার কথায়, “তালিকা পেলে আমরা দ্রুত জেলায় জেলায় তা পাঠিয়ে প্রার্থীদের চিহ্নিত করব। যাতে কারা চাকরিতে ফিরতে পারেন, আর কারা আইনি বাধায় আটকে রয়েছেন, সেটা স্পষ্ট হয়।”

ব্রাত্যর বৈঠকের পরেই তৎপরতা বাড়ল SSC recruitment scam

সম্প্রতি নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার পর চাকরিহারা প্রার্থীদের সঙ্গে বৈঠক করেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেখানেই তিনি জানান, এসএসসি ইতিমধ্যেই যোগ্য ও অযোগ্যদের তালিকা তৈরি শুরু করেছে। তিনি আরও বলেন, ২১ এপ্রিল সেই তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে, তবে সবটাই নির্ভর করছে আইন বিভাগ ও আদালতের অনুমতির উপর।

এছাড়াও, মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর তরফে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছিল যে, যোগ্যদের চাকরি ফিরিয়ে দিতে উদ্যোগী রাজ্য সরকার। সেই পথেই এখন একের পর এক প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছে শিক্ষা দফতর।

Advertisements

প্রেক্ষাপটে কী ছিল? SSC recruitment scam

২০১৬ সালের এসএসসি প্যানেল ঘিরে দীর্ঘদিন ধরে মামলা-মোকদ্দমা চলছে কলকাতা হাই কোর্ট ও সুপ্রিম কোর্টে। ইতিমধ্যেই বহু শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে আদালতের নির্দেশে। তবে যাঁরা প্রকৃতভাবে পরীক্ষায় উত্তীর্ণ ছিলেন, তাঁদের চাকরি ফেরানোর দাবিতে রাজ্য সরকারের উপর চাপ বাড়ে।

মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ ও শিক্ষামন্ত্রীর আশ্বাসের পর এবার প্রশাসনিক স্তরেও একাধিক পদক্ষেপ শুরু করেছে বিকাশ ভবন।

West Bengal: West Bengal Education Department takes a major step in the SSC 2016 recruitment scam. District-wise verification begins to identify eligible candidates. Supreme Court directive accelerates the process. Stay updated on the latest developments in this case.