বিগত কয়েক বছরের মতো এবারের আইএসএলে ও হতাশাজনক পারফরম্যান্স থেকেছে ইমামি ইস্টবেঙ্গলের (East Bengal)। প্রথমেই পরাজিত হতে হয়েছিল টানা ছয়টি ম্যাচ। তারপর অস্কার ব্রুজনের তত্ত্বাবধানে ধীরে ধীরে ছন্দে ফিরতে শুরু করেছিল কলকাতা ময়দানের এই প্রধান। একাধিক শক্তিশালী দলের বিরুদ্ধে সহজেই এসেছিল জয়। স্বাভাবিকভাবেই নতুন করে সুপার সিক্স খেলার স্বপ্ন দেখতে শুরু করেছিল লাল-হলুদ সমর্থকরা। কিন্তু সেটা বাস্তবায়িত হয়নি। টানা তিনটি ম্যাচে জয় আসলেও আটকে যেতে হয়েছিল জেরার্ড জারাগোজার ছেলেদের কাছে।
Also Read | গোকুলাম ম্যাচের আগে বাড়তি অ্যাডভান্টেজ লাল-হলুদের মহিলা দলের
স্বাভাবিকভাবেই ছিটকে যেতে হয়েছিল চ্যাম্পিয়নশিপের লড়াই থেকে। তারপর নিয়মরক্ষার ম্যাচে ও মুখ পুড়েছিল লাল-হলুদের। পরাজিত হতে হয়েছিল হুয়ান পেদ্রো বেনালির নর্থইস্ট ইউনাইটেডের কাছে। সেই হতাশা কাটিয়ে এবার ঘুরে দাঁড়ানোর লড়াই। এক্ষেত্রে কলিঙ্গ সুপার কাপকে পাখির চোখ করেছেন স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন। গতবছর এই ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছিল মশাল ব্রিগেড। শক্তিশালী ওডিশা এফসিকে পরাজিত করে সর্বভারতীয় স্তরের কোনও ট্রফি জয় করেছিল ইস্টবেঙ্গল। সেই ধারা বজায় রাখতে চাইবেন সকলে।
Also Read | এই মরোক্কান ফরোয়ার্ডের দিকে নজর আইএসএলের একাধিক ক্লাবের
কিন্তু লড়াইটা যে খুব একটা সহজ হবে না আগে থেকেই সেই আভাস পেয়েছেন অস্কার। তাছাড়া গতবারের তুলনায় এবার বদলে গিয়েছে টুর্নামেন্টের ফরম্যাট। হিসাব অনুযায়ী দেখলে আগামী ২০শে এপ্রিল কলিঙ্গ সুপার কাপের উদ্বোধনী ম্যাচে নামছে মশাল ব্রিগেড। সব দিক মাথায় রেখেই দলকে প্রস্তুত করছেন কোচ। তবে এসবের মাঝেই দেখা দিয়েছে নতুন সমস্যা। কোচের সঙ্গে মনোমালিন্য দেখা দিয়েছে দলের অধিনায়ক ক্লেটন সিলভার (Cleiton Silva)। যদিও এই বিষয়টি নতুন নয়। পূর্বেও ক্লেটনকে নিয়ে অখুশি ছিলেন অস্কার। তবে বিকল্প না থাকায় তাঁকে নামাতে বাধ্য ছিলেন তিনি।
Also Read | স্বচ্ছতার প্রশ্নে সুপার কাপ থেকে নাম প্রত্যাহার চার্চিল ব্রাদার্সের
জানা গিয়েছে রবিবার দলের প্রস্তুতি ম্যাচে নিজের পছন্দ অনুযায়ী খেলতে চেয়েছিলেন এই তারকা ফুটবলার। সেই নিয়েই পরবর্তীতে তর্কে জড়িয়ে পরেন তিনি। শেষ পর্যন্ত মাছ ছেড়ে হোটেলে রওনা দেন এই ফুটবলার। তাঁর এমন আচরণ নিঃসন্দেহে অবাক করেছো সকলকে। অপরদিকে আগামী ১৯শে এপ্রিল ভুবনেশ্বর যাচ্ছে ইস্টবেঙ্গল ফুটবল দল। তারপরের দিন কেরালার সঙ্গে উদ্বোধনী ম্যাচ। সেই ম্যাচের আগেই দলকে সাজিয়ে নিতে চান অস্কার ব্রুজন।