গত শুক্রবার নয়া ইতিহাস সৃষ্টি করেছে ইমামি ইস্টবেঙ্গলের মহিলা (East Bengal Women) দল। কল্যাণীর বুকে শক্তিশালী ওডিশা এফসিকে পরাজিত করে প্রথমবারের মতো ইন্ডিয়ান ওমেন্স লিগ চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা ময়দানের এই প্রধান। মামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। যারফলে প্রায় একুশ বছর পর সর্বভারতীয় স্তরের কোনও ফুটবল লিগ ট্রফি আসতে চলেছে মশাল ব্রিগেডের ঘরে। সেই নিয়ে যথেষ্ট খুশির আমেজ দেখা দিয়েছে লাল-হলুদ সমর্থকদের মধ্যে। বছর একুশ আগে শেষ বারের মতো জাতীয় লিগ চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গলের ছেলেরা। তারপর ও বেশ কয়েকবার এই ট্রফি জয়ের সুযোগ এসেছিল ফুটবলারদের কাছে। কিন্তু সেই আশা পূরণ করতে পারেনি পুরুষ দল।
Also Read | স্বচ্ছতার প্রশ্নে সুপার কাপ থেকে নাম প্রত্যাহার চার্চিল ব্রাদার্সের
কিন্তু এবার মহিলা দলের মধ্যে দিয়ে শাপমুক্তি ঘটেছে ময়দানের এই প্রধানের। গতবছর দুরন্ত পারফরম্যান্স করে ও চূড়ান্ত সাফল্য পায়নি দল। তবে সেই হতাশা কাটিয়ে শীঘ্রই ঘুরে দাঁড়াতে মরিয়া ছিল ইস্টবেঙ্গল। সেইমতো নিজেদের ঘর সাজিয়েছিল ময়দানের এই প্রধান। যার ফল মিলতে শুরু করেছিল প্রথম থেকেই। এবারের এই টুর্নামেন্টের শুরু থেকেই অভূতপূর্ব পারফরম্যান্স ছিল আশালতা দেবীদের।প্রথম ম্যাচেই তাঁরা আটকে দিয়েছিল শক্তিশালী কিকস্টার্ এফসিকে। পরবর্তীতে হোপস থেকে শুরু করে নিতা ফুটবল অ্যাকাডেমি হোক কিংবা সেতু এফসি। প্রত্যেকটি দলের বিপক্ষেই সহজ জয় ছিনিয়ে নিতে শুরু করেছিল সুইটি দেবীরা।
Also Read | এফসি গোয়ার ব্রিসন পেলেন আইএসএল সেরা উদীয়মানের খেতাব
স্বাভাবিকভাবেই টুর্নামেন্টের বাকি দল গুলিকে পিছনে ফেলে চ্যাম্পিয়নশিপের অন্যতম দাবিদার হিসেবে উঠে এসেছিল মশাল শিবির। হাতে কয়েকটি ম্যাচ বাকি থাকলেও পয়েন্টের ভিত্তিতে অনেকটাই এগিয়ে ছিল দল। গতবারের চ্যাম্পিয়ন দলকে পরাজিত করে লিগ নিজেদের দখলে নিলেও বাকি রয়েছে আরও একটি ম্যাচ। আগামী ১৮ ই এপ্রিল নিজেদের ঘরের মাঠে শক্তিশালী গোকুলাম কেরালার বিপক্ষে খেলতে নামবে রেষ্টি নানজিরিরা। নিয়ম রক্ষার ম্যাচ হলেও এই ম্যাচে জয় পেতে চাইছেন অ্যান্থনি অ্যান্ড্রুজ। ঘরের মাঠে জয় সুনিশ্চিত করেই লিগ জয়ের সেলিব্রেশনে মাততে চাইছে দল।
তবে এই ম্যাচের আগেই বাড়তি অ্যাডভান্টেজ পেল ইস্টবেঙ্গল। কার্ড সমস্যা থাকায় এই ম্যাচে খেলতে পারবেন না প্রতিপক্ষের তারকা ফুটবলার ফাজিলা ইকুয়াপুত। উল্লেখ্য প্রথম লেগের ম্যাচে তাঁর অনবদ্য পারফরম্যান্সের দরুন পরাজিত হতে হয়েছিল ময়দানের এই প্রধানকে। সেই ম্যাচে তিনি একাই করেছিলেন তিনটি গোল। এমনকি এবারের গোল্ডেন বুট ও জয় করেছেন তিনি। স্বাভাবিকভাবেই তাঁর অনুপস্থিতি বাড়তি অক্সিজেন জোগাবে ইস্টবেঙ্গল দলকে।