সেমিফাইনালের আগে এটিকে মোহন বাগানে (ATK Mohun Bagan) রয়েছে চোট সমস্যা। হায়দরাবাদ এফসির বিরুদ্ধে প্রথম পর্বের সেমিফাইনালে একাধিক ফুটবলার অনিশ্চিত। স্কোয়াডের কোন কোন ফুটবলার এখনও চোট সমস্যায় রয়েছেন তা স্পষ্ট করলেন বাগান কোচ হুয়ান ফেরান্দো (Juan Fernando)।
এটিকে মোহন বাগান কোচ হুয়ান ফেরান্দো বলেছেন, “এই মরশুমটা প্রত্যেকের কাছেই খুব কঠিন ছিল। কোভিড, চোট-আঘাতে অনেকেই দলের বাইরে ছিল।”
“সুসাইয়ের চোট এখনও সেরে ওঠেনি। অভিলাষও তাই। তবে আমরা ম্যাচের আগে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চাই।”

অনিশ্চয়তা রয়েছে হুগো বুমৌসকে নিয়েও। হুগো প্রসঙ্গে কোচ জানিয়েছেন, “এই সপ্তাহে দলের সঙ্গে অনুশীলন শুরু করেছে হুগো। সে জন্য আমি খুশি।”
এটিকে মোহন বাগান টানা অপরাজিত থাকলেও চোট সমস্যা বারংবার ভাবিয়েছে হুয়ানকে । কোভিড পরিস্থিতি এবং জৈব বলয়কে অনেকাংশে দায়ী করেছেন এর আগেও। অনুশীলনে পর্যাপ্ত সময়ের অভাব এবং অল্প সময়ে একাধিক ম্যাচ খেলার ব্যাপারেও তিনি প্রকাশ্যে বলেছেন এর আগে।