বলি শহরের বাতাসে এখন একটাই নাম—‘কেশরী ২’। আর সেই সিনেমার ঝলমলে প্রচারে হাজির হয়ে পুরো চমক দিলেন অক্ষয় কুমার। কিন্তু সাংবাদিক বৈঠকে হঠাৎ চড়ে বসল রাজনীতির ছায়া! বিজেপি নেতার অভিযোগে যখন উত্তাল সেলেব দুনিয়া, তখন অক্ষয়ের জবাব একদম বলিউড স্টাইলেই—“আমি শুধু একজন অভিনেতা, ইতিহাস বলেছি, ব্যাখ্যা নয়!”
ইতিহাস বললেন নিজের ভাষায়! Kesari 2 Akshay Kumar
করন জোহর আর অনন্যা পাণ্ডের সঙ্গে মুম্বইয়ের কনফারেন্সে হাজির ছিলেন অক্ষয়। সোজাসাপটা প্রশ্ন—আপনি কি কংগ্রেস বিরোধিতার মঞ্চে দাঁড়িয়ে ছবি বানালেন? জবাবে অক্ষয়ের স্মার্ট স্লাইড—
“না ভাই, আমি রাজনীতি করি না। যা পড়েছি, বাবার মুখে শুনেছি, সেটা নিয়েই ছবি বানিয়েছি। ইতিহাসের গল্প বলেছি, বিচার করতে যাইনি।”
বলিউডে এখন ট্রেন্ড ইতিহাসভিত্তিক ছবি। কিন্তু অক্ষয় যেন বললেন—”ইতিহাস নিয়ে আমি সিনেমা বানাই, বিতর্ক নয়!”
চরিত্রে শঙ্করন নাইয়ার, কাহিনিতে আগুন Kesari 2 Akshay Kumar
‘কেশরী ২’-তে অক্ষয় হয়ে উঠেছেন চেট্টুর শঙ্করন নাইয়ার—ব্রিটিশ রাজের বিরুদ্ধে দাঁড়ানো এক বীর আইনজীবী। যিনি মাইকেল ও’ডায়ার-এর বিরুদ্ধে জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের পর চালিয়েছিলেন সাহসী মামলা। আর সেই চরিত্র ফুটে উঠবে বড়পর্দায় ১৮ এপ্রিল, যখন ছবিটি প্রেক্ষাগৃহে আসবে।
সাথে থাকছেন অনন্যা পাণ্ডেও, যিনি এবার এক নতুন ধরনের চরিত্রে চমকে দেবেন দর্শকদের—এমনটাই বলছে বলিপাড়া।
রাজনীতি পিছু ছাড়ছে না! Kesari 2 Akshay Kumar
ছবির প্রচারেই যেন উঁকি মারছে রাজনীতি। বিজেপি নেতা রাজীব চন্দ্রশেখর সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেন, কংগ্রেস শঙ্করন নাইয়ার, সুভাষচন্দ্র বসু, পটেল, আম্বেদকরদের গুরুত্ব যথাযথ দেয়নি। তবে অক্ষয়ের স্টেটমেন্ট একদম কুল—”কে কী বলছে সেটা তাঁদের ব্যাপার, আমি আমার কাজ করেছি।”
‘কেশরী ২’ ঘিরে উত্তেজনা তুঙ্গে! বলিউডের গ্ল্যামার, ইতিহাসের গাম্ভীর্য আর রাজনীতির ছায়া—সব কিছু একসঙ্গে যখন পর্দায় ধরা পড়বে, তখন কি বক্স অফিসও দুলবে ইতিহাসের ঝড়ে? সময় বলবে।