একটা দিনের অপেক্ষা। তারপরেই সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত হবে আইএসএলের (ISL 2025) ফাইনাল ম্যাচ। যেখানে কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা মোহনবাগান (Mohun Bagan ) সুপার জায়ান্টের বিপক্ষে খেলতে নামবে সুনীল ছেত্রীদের শক্তিশালী বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। এখন এই ম্যাচের দিকেই নজর রয়েছে গোটা দেশের ফুটবলপ্রেমীদের। বিশেষ করে মোহনবাগানের ঘরের মাঠে মোহনবাগান দলকে পরাজিত করে আইএসএল চ্যাম্পিয়ন হওয়া যে খুব একটা সহজ কাজ হবে না সেটা ভালো মতোই জানেন জেরার্ড জারাগোজা। তাই সবদিক মাথায় রেখেই শহরে এসে গিয়েছে গোটা দল।
Also Read | আইএসএল ফাইনালে মোহনবাগানের পথের কাঁটা বেঙ্গালুরুর তিন তারকা
বলতে গেলে হাতে একদিন সময় নিয়েই অনুশীলনে নেমে পড়েছে গোটা দল। আসলে ফাইনাল খেলার আগে সবদিক থেকেই গোটা দলকে প্রস্তুত রাখতে চাইছেন এই স্প্যানিশ কোচ। বলাবাহুল্য, চলতি আইএসএলের দুইটি লেগের মধ্যে একটিতে জয়ের পাশাপাশি মোহনবাগানের বিপক্ষে একটি হার ও রয়েছে বেঙ্গালুরু ব্রিগেডের। প্রথম লেগে বিরাট বড় ব্যবধানে জয় আসলেও দ্বিতীয় লেগে সেটা ধরে রাখা সম্ভব হয়নি। উইঙ্গার লিস্টন কোলাসোর অনবদ্য গোলের কাছে হার মানতে হয়েছিল আইএসএল জয়ী এই দলকে। সেক্ষেত্রে এবার বদলার লড়াই হতে চলেছে কর্নাটকের এই ফুটবল দলের কাছে।
Also Read | লাল-হলুদের অনুশীলনে হাজির সিংটো, একাধিক পরিকল্পনা
তবে এক্ষেত্রে চিন্তা রাখছে ফুটবলারদের চোট আঘাতের সমস্যা। বর্তমানে হ্যামস্ট্রিংয়ের সমস্যা রয়েছে দলের তারকা মিডফিল্ডার সুরেশ সিং। যারফলে আসন্ন ফাইনাল ম্যাচে আদৌ তিনি মাঠে নামতে পারবেন কিনা সেটা এখনও স্পষ্ট নয়। এক্ষেত্রে পরিস্থিতি বুঝেই সিদ্ধান্ত নিতে পারেন জেরার্ড জারাগোজা। তবে বৃহস্পতিবার দলের সঙ্গে ফিজিক্যাল ট্রেনিংয়ে দেখা গেলেও বল পায়ে অনুশীলন করেননি তিনি। কিন্তু তিনি একানন। ফাইনাল খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে দলের আরেক তারকা ফুটবলার রাহুল ভেকের।
তাঁদের অনুপস্থিতি নিঃসন্দেহে অনেকটাই শক্তিশালী করে তুলবে বাগানের আক্রমণভাগকে। কিন্তু সহজে হার মানতে রাজি নয় বেঙ্গালুরু এফসি। বছর কয়েক আগেই ইন্ডিয়ান সুপার লিগের ফাইনালে অনবদ্য লড়াই করে ও পরাজিত হতে হয়েছিল এটিকে মোহনবাগানের কাছে। নির্ধারিত সময় পর্যন্ত অমীমাংসিত ফলাফল থাকলেও শেষ পর্যন্ত টাইব্রেকারের মধ্যে দিয়ে বদলে গিয়েছিল ম্যাচের রঙ। সেই সমস্ত কিছু মাথায় রেখেই এবার সাফল্য পেতে চাইবেন সুনীল ছেত্রীরা।