Air India Express: দিল্লিতে অবতরণ করার পর ককপিটে বমি। কিছুক্ষণ পরই সব শেষ। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের পাইলটের।
গত ৯ই এপ্রিল শ্রীনগর থেকে দিল্লি ফ্লাইট শেষ করার পর হৃদরোগে আক্রান্ত হন এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমানের পাইলট। ইন্দিরা গান্ধী ইন্টার্নেশনাল এয়ারপোর্টে বিমান অবতরণ করার পরই এই ঘটনা ঘটে। এয়ারলাইন সূত্রে জানা গিয়েছে, বুধবার দিল্লিতে বিমান অবতরণের পরই অসুস্থ বোধ করেন ওই পাইলট। দ্রুত তাঁকে স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হলে, ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পরে মৃত পাইলট আর্মানের সহকর্মীরা এবং বিমানকর্মীরা জানান অবতরণ করার পরই তিনি ককপিটেই বমি করে ফেলেন। অসুস্থ বোধ করেন তিনি। পরে বিমানবন্দরে বিমান সংস্থার ডিস্প্যাচ অফিসে কার্ডিয়্যাক অ্যারেস্ট হয়।
পাইলটের আকস্মিক মৃত্যুতে দুঃখপ্রকাশ করেছে বিমান সংস্থা। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের মুখপাত্র জানান, “শারীরিক অসুস্থতার কারণে একজন মূল্যবান সহকর্মীর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এই গভীর শোকের সময়ে আমাদের সমবেদনা পরিবারের সঙ্গে রয়েছে। এই বিরাট ক্ষতি কাটিয়ে ওঠার জন্য আমরা তাদের সম্ভাব্য সকল সহায়তা প্রদান করছি। আমরা সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করছি যে তারা এই সময়ে গোপনীয়তার প্রতি শ্রদ্ধা জানান এবং অপ্রয়োজনীয় জল্পনা-কল্পনা এড়িয়ে চলুন, একই সাথে যথাযথ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহায়তা করার প্রতিশ্রুতিবদ্ধ।”