Bangladesh: পয়লা বৈশাখে ইসলামের প্রচার! মৌলবাদীদের নয়া নিদান বাংলাদেশে

ঢাকা: বাংলাদেশে একের পর এক হামলার শিকার হচ্ছেন সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়। হিন্দু মন্দিরগুলোতে হামলা, দুর্গাপুজো ও সরস্বতী পুজোতে হুমকি এবং ধর্মীয় প্রতীক নিয়ে বিতর্কের ঘটনা…

Bangladesh: পয়লা বৈশাখে ইসলামের প্রচার! মৌলবাদীদের নয়া নিদান বাংলাদেশে

ঢাকা: বাংলাদেশে একের পর এক হামলার শিকার হচ্ছেন সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়। হিন্দু মন্দিরগুলোতে হামলা, দুর্গাপুজো ও সরস্বতী পুজোতে হুমকি এবং ধর্মীয় প্রতীক নিয়ে বিতর্কের ঘটনা যেন আর থামছেই না। এসবের মধ্যেই এবার চর্চায় এসেছে পয়লা বৈশাখ, যা নিয়ে মৌলবাদী গোষ্ঠী নতুন করে আপত্তি জানাতে শুরু করেছে।

এবার পয়লা বৈশাখ উদযাপন নিয়ে একাধিক ইসলামি সংগঠন ঢাকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানিয়েছে, তারা ‘মঙ্গল শোভাযাত্রা’ নামে কোনো ধরনের অনুষ্ঠান আয়োজনের বিরুদ্ধে। এই শোভাযাত্রাকে ‘ইসলামবিরোধী’ বলে চিহ্নিত করে তারা দাবি করেছে, এই শোভাযাত্রায় ‘মঙ্গল’ শব্দ ও ধারণা ব্যবহার করা যাবে না।

   

মঙ্গল শোভাযাত্রার প্রতিবাদ Mangal Shobhajatra Controversy

পয়লা বৈশাখের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ ‘মঙ্গল শোভাযাত্রা’ আয়োজন করে আসছে দীর্ঘ ৩৪ বছর। ১৯৮৯ সাল থেকে শুরু হলেও ১৯৯০ সালে এই শোভাযাত্রার নামকরণ করা হয় ‘মঙ্গল শোভাযাত্রা’। কিন্তু ইসলামি আন্দোলন এখন এটিকে ‘অবৈধ’ এবং ‘অসমর্থিত’ বলছে।

ইসলামি আন্দোলনের নেতা মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম বিবৃতিতে বলেন, “নববর্ষের দিনে ‘মঙ্গল’ শব্দ ও ধারণা সম্পূর্ণভাবে বাদ দিতে হবে। যাত্রা করলে তা মঙ্গল হবে—এমন ধারণা রাখা শিরক (অপরাধ)।” তিনি আরও দাবি করেন, নববর্ষের অনুষ্ঠানে ইসলামি সংস্কৃতির সম্মান রাখতে হবে এবং ‘মঙ্গল শোভাযাত্রা’ একটি ইসলামবিরোধী ধারণা, যা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না।

সরকারের সিদ্ধান্ত ও মৌলবাদী প্রতিবাদ Mangal Shobhajatra Controversy

এ বছরের পয়লা বৈশাখ উদযাপন নিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী সম্প্রতি জানিয়ে দিয়েছেন, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। কিন্তু ইসলামি আন্দোলন তাদের চরম আপত্তি জানিয়ে ফতোয়া জারি করেছে।

Advertisements

তাদের দাবি, নববর্ষ উদযাপনের জন্য ‘মঙ্গল’ শব্দ বাদ দিতে হবে এবং ইসলামী আচার-অনুষ্ঠান পালন করতে হবে। ফয়জুল করিম ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এ বিষয়ে ব্যবস্থা নিতে এবং শোভাযাত্রায় ইসলাম সমর্থিত উপকরণ ব্যবহারের আহ্বান জানিয়েছেন।

পয়লা বৈশাখে নতুন সংশয় Mangal Shobhajatra Controversy

পয়লা বৈশাখ নিয়ে মৌলবাদী প্রতিবাদের কারণে এই বছর পয়লা বৈশাখ কতটা সুষ্ঠুভাবে উদযাপিত হবে, তা নিয়ে তৈরি হয়েছে অনেক প্রশ্ন। একদিকে সরকার শোভাযাত্রার মাধ্যমে উদযাপনের প্রস্তুতি নিচ্ছে, অন্যদিকে মৌলবাদী সংগঠনগুলো তাদের বিরোধিতা তুলে ধরছে। এর মধ্যে একসময় যে উৎসবটি জাতির ঐতিহ্য ও সংস্কৃতির অংশ হয়ে উঠেছিল, সেটি এখন চ্যালেঞ্জের মুখে।

পয়লা বৈশাখ উদযাপনকে কেন্দ্র করে বাংলাদেশে আগামী দিনগুলোতে পরিস্থিতি কী হবে, তা এখনও স্পষ্ট নয়। তবে যত দিন যাচ্ছে, এই মৌলবাদী প্রতিবাদ শুধু সাংস্কৃতিক ঐতিহ্যকেই প্রশ্নবিদ্ধ করছে না, বরং দেশের সার্বভৌমত্ব ও বহুত্ববাদী সমাজ ব্যবস্থাকেও বিপদে ফেলছে।

Bangladesh: Hindu minorities in Bangladesh face rising attacks, with Pohela Boishakh’s Mangal Shobhajatra now under fire. Islamic groups protest cultural traditions, calling them anti-Islamic. Explore the ongoing controversy and its impact on Bangladesh’s cultural harmony.