নেতাজি ইন্ডোরের বৈঠকে অযোগ্যদের নিয়ে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী?

কলকাতা: যোগ্যদের চাকরি কেড়ে নিতে দেবেন না তিনি৷ আদালতের কাছে রায়ের ব্যাখ্যা তাইবেন বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ যোগ্যদের প্রয়োজনে বিকল্প কাজের বন্দোবস্ত করা হবে…

নেতাজি ইন্ডোরের বৈঠকে অযোগ্যদের নিয়ে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী?

কলকাতা: যোগ্যদের চাকরি কেড়ে নিতে দেবেন না তিনি৷ আদালতের কাছে রায়ের ব্যাখ্যা তাইবেন বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ যোগ্যদের প্রয়োজনে বিকল্প কাজের বন্দোবস্ত করা হবে বলেও আশ্বাস তাঁর৷ কিন্তু অযোগ্যদের কী হবে? সেই বিষয়টিও জানিয়েছেন তিনি৷ (Mamata told about ineligible candidate)

আগে যোগ্যদের বিষয়টি দেখা হবে Mamata told about ineligible candidate

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আগে যোগ্যদের বিষয়টি দেখা হবে৷ সেই সমস্যা মিটে গেলে যাদের ‘অযোগ্য’ বলা হচ্ছে, তাঁদের বিরুদ্ধে কী কী তথ্য আছে আমি নিজে খতিয়ে দেখব। আবার আপনাদের ডাকা হবে। সত্যি যদি তাঁরা ‘অযোগ্য’ বলে প্রমাণিত হন, তাহলে আমার আর কিছু করার থাকবে না। কিন্তু কাকে কেন অযোগ্য বলা হয়েছে, কে তদন্ত করেছে, সেটা অবশ্যই দেখতে হবে। এই বিষয়ে আমি আলাদা করে কথা বলব৷ সকলে নিশ্চিন্তে থাকুন। যোগ্য-অযোগ্যের মধ্যে গোলমাল যেন না হয়৷ নিশ্চিন্ত ভাবে আপনারা শিক্ষা দিন, শিক্ষিত করুন।’’

   

যোগ্যদের পাশে দাঁড়িয়েছেন মমতা Mamata told about ineligible candidate

তবে যোগ্যদের পাশে দাঁড়িয়েছেন মমতা৷ তিনি আশ্বস্ত করে বলেছেন, ‘‘কারও চাকরি যাবে না। রাজ্য সরকার সবার আগে সুপ্রিম কোর্টের কাছে রায়ের ব্যাখ্যা চাইবে। নেতিবাচক উত্তর এলে সরকার নির্দিষ্ট সময়ের মধ্যে যোগ্য প্রার্থীদের জন্য বিকল্প ব্যবস্থা করে দেবে। তাঁর কথায়, ‘‘আমরা দু’মাসের মধ্যেই বিকল্প ব্যবস্থা করে দেব। যোগ্যদের কারও চাকরি বাতিল হবে না।’’ আপাতত সকলকে স্বেচ্ছায় কাজ করার কথাও জানান মুখ্যমন্ত্রী৷ তিনি জানতে চান চাকরিহারারে বরখাস্তের নোটিস পেয়েছেন কিনা? তা না হলে স্কুলে যান৷ 

Advertisements

West Bengal: CM Mamata Banerjee assures SSC job seekers of alternative jobs for eligible candidates while seeking clarification on the verdict. She emphasizes fair investigation into eligibility and urges calm, ensuring no disruption in Bengal’s education system.