খুলল না প্যারাশুট, কয়েকশো ফুট নীচে আছড়ে পড়ে মৃত্যু বায়ুসেনা আধিকারিকের

IAF: ফের মৃত্যু বায়ুসেনার আরও এক আধিকারিকের। গুজরাতের পর এবার ঘটনাস্থল উত্তরপ্রদেশ। প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিলের শুরুতে গুজরাতে বায়ুসেনার জাগুয়ার যুদ্ধবিমান ভেঙে পড়ে। গুজরাতের জামনগরের এই…

sky diving, representational picture

IAF: ফের মৃত্যু বায়ুসেনার আরও এক আধিকারিকের। গুজরাতের পর এবার ঘটনাস্থল উত্তরপ্রদেশ। প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিলের শুরুতে গুজরাতে বায়ুসেনার জাগুয়ার যুদ্ধবিমান ভেঙে পড়ে। গুজরাতের জামনগরের এই বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় পাইলট সিদ্ধার্থ যাদবের। এই ঘটনার তিন দিনের মাথায় ফের দুর্ঘটনা। ফের মৃত্যু।

জানা গিয়েছে, শনিবার উত্তরপ্রদেশের আগ্রায় বায়ুসেবার স্কাই ডাইভিং-এর প্রশিক্ষণ চলছিল। প্রশিক্ষণ চলাকালীন প্যারাশুট না খোলায় আকাশ থেকে একেবারে নীচে ছিটকে-আছড়ে পড়েন ওই আধিকারিক। ঘটনার জেরে গুরুতর আহত হন প্যারা জাম্প প্রশিক্ষক রাজকুমার তিওয়ারি। তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষ রক্ষা হয়নি। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় রাজকুমারের।

   

পুলিশ জানিয়েছে, হেলিকপ্টার থেকে প্যারাজাম্প কীভাবে করতে হয়, সেটারই প্রশিক্ষণ দিচ্ছিলেন রাজকুমার। শনিবার সকালে এই প্যারাজাম্পিংয়ের প্রশিক্ষণের সময় হেলিকপ্টার থেকে লাফ দেন তিনি। কিন্তু, সময়মতো প্যারাশুট খোলেনি। ফলে কয়েকশো ফুট উপর থেকে নীচে আছড়ে পড়েন রাজকুমার।
এরপর রাজকুমারকে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বায়ুসেনার ‘আকাশগঙ্গা’ স্কাইডাইভিং দলের প্রশিক্ষক রাজকুমারকে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। রাজকুমারের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছে বায়ুসেনা।

Advertisements

এর আগে, ২ এপ্রিল গুজরাতের জামনগরে দুর্ঘটনার কবলে পড়ে বায়ুসেনার জাগুয়ার ফাইটার জেট। ঘটনায় মৃত্যু হয় এক পাইলটের, আহত হন তাঁর সহ-পাইলট। ঘটনার ৩ দিনের মাথায় আরও এক দক্ষ আধিকারিককে হারালেন বায়ুসেনা।