জোরালো ভূমিকম্প মায়ানমারে, কাঁপল কলকাতাও

নেপিডো: পর পর দু’টি জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল মায়ানমার। ভারতের ভূকম্প পর্যবেক্ষণকারী সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রিখটার স্কেলে প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৫ এবং…

myanmar earthquake tremors india

নেপিডো: পর পর দু’টি জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল মায়ানমার। ভারতের ভূকম্প পর্যবেক্ষণকারী সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রিখটার স্কেলে প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৫ এবং দ্বিতীয়টির মাত্রা ছিল ৭। তবে আমেরিকার ইউএস জিয়োলজিক্যাল সার্ভে মায়ানমারে একটি ভূমিকম্পের কথা জানিয়েছে, যার মাত্রা ছিল ৭.৭। দিল্লি-সহ প্রায় গোটা উত্তর ভারতেই কম্পন অনুভূত হয়েছে। মৃদু কম্পন বোঝা গিয়েছে কলকাতাতেও। ভারত ছাড়া আশেপাশের দেশগুলোতেও ভূমিকম্পন অনুভূত হয়েছে। (myanmar earthquake tremors india)

কম্পনের সময় myanmar earthquake tremors india

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানায়, প্রথম কম্পনটি হয় ভারতীয় সময় সকাল ১১টা ৫০ মিনিটে, এবং দ্বিতীয় কম্পনটি ঘটে ১২টা বেজে ২ মিনিটে। প্রথম কম্পনের উৎপত্তিস্থল ছিল মায়ানমারের বর্মার ১২ কিলোমিটার উত্তরে, আর দ্বিতীয়টির উৎপত্তিস্থল ছিল মায়ানমারের লকসকের ১৫১ কিলোমিটার পশ্চিমে।

   

কম্পনের তীব্রতা এত বেশি ছিল যে, ৯০০ কিলোমিটার দূরে অবস্থিত থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্কক-এও হোটেল, শপিং মলগুলো কেঁপে উঠতে শুরু করে। ভূমিকম্পের ফলে মায়ানমারে ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হলেও, এখনো পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্প কেন এত জোরাল? myanmar earthquake tremors india

১২টা ২ মিনিটে মায়ানমারের মান্দালয় থেকে ৯০ কিলোমিটার দূরে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে, ফলে এটি একটি অগভীর ভূমিকম্প ছিল। অগভীর কম্পনের কারণে মাটির উপর শক্তিশালী ধাক্কা অনুভূত হয়েছে, যার প্রভাব ছিল ব্যাপক।

Advertisements

বিশেষজ্ঞদের মতে, এই ভূমিকম্পের কারণ হল ইন্ডিয়ান প্লেটের বার্মা প্লেটের নীচে ঢুকে যাওয়া। দুই প্লেটের সংঘর্ষে বিপুল পরিমাণ শক্তি জমা হয় ভূগর্ভে, যা পরে ভূমিকম্পের আকারে বেরিয়ে আসে। প্লেট টেকটনিকের এই প্রক্রিয়া শক্তিশালী ভূমিকম্পের সৃষ্টিতে অন্যতম প্রধান কারণ।

World: Myanmar hit by two powerful earthquakes with magnitudes 7.5 and 7. Tremors felt across India, including Delhi and Kolkata. National Center for Seismology confirms epicenter near Bhamo and Lashio. USGS reports a 7.7 magnitude quake in the region.