ঈদে ভিড় সামলাতে অতিরিক্ত বাসের আবেদন ভাঙড়ের বিধায়কের

ঈদুল ফিতর উপলক্ষে অতিরিক্ত ট্রেন চালানোর আবেদন জানানোর পর এবার রাজ্যের পরিবহণ মন্ত্রীর কাছে অতিরিক্ত বাস চালানোর দাবি জানালেন ভাঙড়ের বিধায়ক তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের…

Naushad Siddiqui

ঈদুল ফিতর উপলক্ষে অতিরিক্ত ট্রেন চালানোর আবেদন জানানোর পর এবার রাজ্যের পরিবহণ মন্ত্রীর কাছে অতিরিক্ত বাস চালানোর দাবি জানালেন ভাঙড়ের বিধায়ক তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (ISF) চেয়ারম্যান পীরজাদা নওসাদ সিদ্দিকী (Naushad Siddiqui)। আসন্ন ঈদের সময় ভাঙড়সহ দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় যাত্রীদের ভিড় সামলাতে এই ব্যবস্থা জরুরি বলে তিনি মনে করছেন। বৃহস্পতিবার তিনি রাজ্য পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর কাছে এই বিষয়ে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন।

নওসাদ সিদ্দিকী জানিয়েছেন, ঈদের সময় ভাঙড় থেকে কলকাতা এবং অন্যান্য শহরাঞ্চলে মানুষের যাতায়াত ব্যাপকভাবে বাড়ে। এই সময়ে বাসের সংখ্যা পর্যাপ্ত না হলে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। তিনি বলেন, “ঈদের আগে ও পরে ভাঙড়ের মানুষ বাজার করতে এবং আত্মীয়দের সঙ্গে দেখা করতে শহরে যান। কিন্তু বাসের অভাবে অনেকে সময়মতো গন্তব্যে পৌঁছতে পারেন না। তাই অতিরিক্ত বাস চালানোর ব্যবস্থা করা জরুরি।” তিনি আরও দাবি করেছেন যে, ভাঙড়ের মতো গ্রামীণ এলাকায় পরিবহণ ব্যবস্থা উন্নত করা রাজ্য সরকারের দায়িত্ব।

   

এর আগে, নওসাদ সিদ্দিকী ঈদের জন্য রেল কর্তৃপক্ষের কাছে অতিরিক্ত ট্রেন চালানোর আবেদন জানিয়েছিলেন। তিনি বলেন, “ট্রেনের পাশাপাশি বাসের সংখ্যা বাড়ানো না হলে যাত্রীদের সমস্যা সমাধান হবে না।” তাঁর এই উদ্যোগকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন। ভাঙড়ের বাসিন্দা আব্দুল রহিম বলেন, “ঈদের সময় বাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়। নওসাদবাবুর এই দাবি পূরণ হলে আমরা অনেক সুবিধা পাব।”

রাজ্য পরিবহণ দপ্তর সূত্রে জানা গেছে, নওসাদের চিঠি পাওয়ার পর এই বিষয়ে আলোচনা শুরু হয়েছে। তবে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, “আমরা প্রতিটি আবেদন গুরুত্ব দিয়ে বিবেচনা করি। ঈদের সময় যাত্রীদের সুবিধার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

Advertisements

নওসাদ সিদ্দিকীর এই আবেদন ভাঙড়ের মানুষের দীর্ঘদিনের দাবিকে সামনে এনেছে। ঈদের আগে এই দাবি পূরণ হলে যাত্রীদের দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।