মুম্বই: গত কয়েক মাস ধরে লাগাতার হুমকি দেওয়া হচ্ছে বলিউড সুপারস্টার সালমান খানকে৷ গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের কাছ থেকে একাধিকবার মৃত্যুর হুমকি পেলেও এতদিন মুখে কুলুপ এঁটেই ছিলেন ভাইজান৷ অবশেষে প্রকাশ্যে এ নিয়ে কথা বললেন তিনি৷ বললেন, “ভাগ্যে যা লেখা আছে, তা-ই হবে”৷ অর্থাৎ তিনি বিশ্বাস করেন, তার জীবন কতটা দীর্ঘ হবে, তা আগে থেকেই নির্ধারিত। (Salman Khan on death threats)
ইদের উপহার Salman Khan on death threats
প্রতিবারের মতো এবারেও ইদের উপহার নিয়ে হাজির সাল্লু ভাই৷ আগামী ৩০ মার্চ দেশজুড়ে মুক্তি পেতে চলেছে সলমন খান এবং রশ্মিকা মন্দান্না অভিনীত ‘সিকান্দর’। সম্প্রতি ওই ছবির প্রচারে এসেই প্রাণনাশের হুমকি নিয়ে কথা বলেন অভিনেতা।
গত বছর মুম্বাইয়ে বান্দ্রায় সলমনের বাড়ির সামনে গুলি চলেছিল৷ ওই ঘটনার পরই অভিনেতার নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়৷ বর্তমানে তাঁর বাড়ির বেলকনিতে বুলেটপ্রুফ গ্লাস প্যানেলও লাগানো হয়েছে। ইতিমধ্যে সলমনের ঘনিষ্ঠ বন্ধু বাবা সিদ্দিকিকেও হত্যা করে বিষ্ণোই গ্যাং। তবে, সলমন তাঁদের ভয়ে থেমে থাকেননি৷ তিনি তাঁর কাজ চালিয়ে গিয়েছেন নির্ভয়ে৷
যতদিন আয়ু লেখা আছে Salman Khan on death threats
এ বিষয়ে এক প্রেস মিটে সলমন বলেন, “ভগবান এবং আল্লাহ সব কিছু দেখছেন। যতদিন আমার ভাগ্যে আয়ু লেখা আছে, ততদিনই আমি বাঁচব, আর কিছু নয়।” তবে নিরাপত্তার মধ্যে সবসময় চলাফেরা করাটা তাঁর জন্য কিছুটা অস্বস্তিকর। তিনি বলেন, “কখনও কখনও এত লোকের সঙ্গে চলতে হয় যে, সেটা এক ধরনের সমস্যা হয়ে দাঁড়ায়।”
নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আরো একাধিক মন্তব্য করেন সালমান। তিনি জানান, বর্তমানে তিনি শুধুমাত্র বাড়ি আর শুটিং সেটের মধ্যে চলাফেরা করেন। তাঁর কথায়, “আমি মিডিয়ার সঙ্গে থাকলে চিন্তা থাকে না, কিন্তু মিডিয়ার বাইরে থাকলে সেটা আমার স্টাইলকে কিছুটা সংকুচিত করে দেয়৷”
১৯৯৮ সালের কালো হরিণ শিকার মামলায় নাম জড়ায় সলমনের৷ সেই ঘটনার প্রেক্ষিতেই তার সংশ্লিষ্টতার সলমনকে টার্গেট করেছে বিষ্ণোই গ্যাং৷ কারণ ওই প্রাণীটি বিষ্ণোই সম্প্রদায়ের কাছে অত্যন্ত পবিত্র।
‘সিকান্দার’ নিয়ে উত্তেজনা Salman Khan on death threats
এখন সলমন খান তার নতুন ছবি ‘সিকান্দার’ নিয়ে বেশ উত্তেজিত। ছবির পরিচালক এ আর মুরগাদোস জানান, শুটিংয়ের সময় নিরাপত্তার কারণে ১০,০০০ থেকে ২০,০০০ জনের সমাগম সামলাতে হয়েছে। তিনি বলেন, সলমনের সঙ্গে কাজ করা ছিল একেবারে আলাদা অভিজ্ঞতা, যেখানে নিরাপত্তার সঙ্গে জনসমাগমের সঠিক সমন্বয় করা ছিল একটি বড় চ্যালেঞ্জ।
‘সিকান্দার’ ৩০ মার্চ মুক্তি পাচ্ছে, এবং এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন কজল আগরওয়াল ও রাশমিকা মন্দান্না।
Entertainment: Bollywood superstar Salman Khan addresses death threats from Lawrence Bishnoi gang, emphasizing fate and resilience. Despite security concerns, Salman continues his work fearlessly. His latest film ‘Sikandar’ releases nationwide on March 30, 2025.