নিয়োগ দুর্নীতি মামলায় ‘রাজসাক্ষী’ পার্থ-জামাতা কল্যাণময়ের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন তাঁর মামা

কলকাতা: প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় রাজসাক্ষী হওয়ার পর এবার কল্যাণময়ের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিলেন তাঁর মামা, যিনি সম্পর্কে পার্থ চট্টোপাধ্যায়ের বেয়াই। আদালতে তিনি জানান, ভাগ্নে…

Primary recruitment scam Kalyanmoy

কলকাতা: প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় রাজসাক্ষী হওয়ার পর এবার কল্যাণময়ের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিলেন তাঁর মামা, যিনি সম্পর্কে পার্থ চট্টোপাধ্যায়ের বেয়াই। আদালতে তিনি জানান, ভাগ্নে কল্যাণময়ের কথায় তাঁকে বিশ্বাস করেই সংস্থার নথিতে সই করেছিলেন। তিনি বলেন, ডিরেক্টর পদে থাকা সত্ত্বেও সংস্থার সমস্ত কাগজপত্র ভালো করে না দেখেই সই করতেন, কারণ কল্যাণময়ের প্রতি তার পূর্ণ বিশ্বাস ছিল। ভাগ্নে যেখানে বলতেন, সেখানেই সই করে দিতেন। (Primary recruitment scam Kalyanmoy)

পাঁচটি সংস্থার নাম পেয়েছে ইডি (Primary recruitment scam Kalyanmoy)

তদন্তকারীরা জানিয়েছেন, ইডি পাঁচটি সংস্থার নাম পেয়েছে, যেগুলোর সঙ্গে কল্যাণময়ের মামার যোগাযোগ ছিল। তার মধ্যে দু’টি সংস্থার ডিরেক্টর ছিলেন তিনি। এসব সংস্থার সঙ্গে নিয়োগ দুর্নীতির যোগ আছে বলে ধারণা করা হচ্ছে। ইডি কল্যাণময়ের মামার বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ দলিলের ফোটোকপি উদ্ধার করেছে।

   

গত বৃহস্পতিবার কল্যাণময়ের মামার বয়ান রেকর্ড করেছিলেন ইডি। এবং আজ আদালতে সাক্ষ্য দিলেন তিনি। মামা জানিয়েছেন, কল্যাণময়ের কথা মেনে তিনি এসব কাজ করেছিলেন এবং সেক্ষেত্রে কোনো সন্দেহ ছিল না।

Advertisements

রাজসাক্ষী হন কল্যাণময়  Primary recruitment scam Kalyanmoy

পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রাজসাক্ষী হন তাঁর জামাই কল্যাণময়। এই মামলায় পার্থের সঙ্গে অভিযুক্ত ছিলেন তিনি, কিন্তু রাজসাক্ষী হওয়ার পর কল্যাণময়কে অভিযুক্তদের তালিকা থেকে বাদ দেওয়া হয়। বর্তমানে আমেরিকা প্রবাসী কল্যাণময় এখন কলকাতায় রয়েছেন। তাঁর আইনজীবী জানিয়েছিলেন, কল্যাণময় গোপন জবানবন্দির মাধ্যমে আদালতে গুরুত্বপূর্ণ তথ্য দিতে চান, যা বিচারক মঞ্জুর করেন।

এখন কল্যাণময়ের বিরুদ্ধেই নতুন করে আঙুল তুললেন তাঁর মামা, যা এই মামলার গতিপথে নতুন মোড় নিয়ে আসবে।