David Warner: মাঠের মাঝে ভাংড়া নেচে দর্শকদের মন মাতালের ওয়ার্নার

মঙ্গলবার পাকিস্তান বনাম অস্ট্রেলিয়ার খেলার পঞ্চম দিন। দ্বিতীয় ইনিংস খেলছে পাকিস্তান। দুই দলই প্রথম ইনিংসে ৪০০ রান তুলে দিয়েছে। চরম বিরক্তিকর পিচ, বোলারদের জন্য কিছুই…

short-samachar

মঙ্গলবার পাকিস্তান বনাম অস্ট্রেলিয়ার খেলার পঞ্চম দিন। দ্বিতীয় ইনিংস খেলছে পাকিস্তান। দুই দলই প্রথম ইনিংসে ৪০০ রান তুলে দিয়েছে। চরম বিরক্তিকর পিচ, বোলারদের জন্য কিছুই নেই। এরকম ম্যাচ দেখতে দেখতে দর্শকদের বিরক্তি আসবেই। রাওয়ালপিন্ডির দর্শকদের মন ভালো করতে ভাংড়া নেচে দেখালেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার (David Warner)। 

   

মাঝেমধ্যেই ক্রিকেটের বাইরেও মজার কাণ্ড কারখানা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সম্প্রতি ‘পুষ্পা’ সিনেমার ‘শ্রীভাল্লি’ গানের সঙ্গে হুবহু নেচে ইনস্টাগ্রামে রিল বানিয়েছিলেন তিনি। এবার মাঠের মধ্যেই নেচে নিলেন পাঞ্জাবিদের স্পেশ্যাল নাচ ভাংরা। যতবার তাঁর ওপর ক্যামেরা পড়েছে, দর্শকদের মাতিয়ে দিয়েছেন ওয়ার্নার।  

ভারত এবং পাকিস্তান দুই দেশেই রয়েছে পাঞ্জাবের একটু করে অংশ। এই পাঞ্জাবিদেরই লোকনৃত্য এবং সঙ্গীতের ধারার নাম ভাংরা।