সম্প্রতি ভারতীয় ফুটবলে স্প্যানিশ ফুটবলারের ছড়াছড়ি। তার আগে কলকাতা ময়দান দেখেছে বহু আফ্রিকান ফুটবলার। ইতিহাসের পাতায় আলাদা করে জায়গা করে নিয়েছেন একাধিক এশিয়ান কোটার বিদেশি। তাঁদের মধ্যে থেকে সেরাদের সন্ধানে এই প্রতিবেদন (Mohun Bagan)।
Igor Shkvyrin
ভারতীয় ফুটবল মাত্র একটি মরশুমের জন্য পেয়েছিল উজবেকিস্তানের ইগোরকে। মোহন বাগানের হয়ে করেছিলেন ১১ টি গোল। হোসে রামিরেস ব্যারেটোর সঙ্গে জুটি বেঁধে তাসের ঘরের মতো ভেঙে দিতেন বিপক্ষের রক্ষণভাগ। ১৯৯৯-২০০০ মরশুমে মোহন বাগানের এনএফএল জয়ের অন্যতম কারিগর তিনি।
Dusit Chalermsan
ইনিও খেলেছিলেন মোহন বাগান। থাইল্যান্ডের ফুটবলার। আদপে একজন ডিফেন্ডার হলেও মাঝমাঠে খেলার ব্যাপারে ছিল মুন্সিয়ানা। ১৯৯৯ সালে লিগ জয়ের অন্যতম কারিগর। বাগানের হয়ে জিতেছিলেন কলকাতার ঘরোয়া লিগ। ২০০১ সালে ফিরে গিয়েছিলেন থাইল্যান্ডে।
Katsumi Yusa
মোহন জনতার নয়নের মণি ছিলেন কতসুমি ইউসা। তাঁর সময়কালে সবুজ মেরুন তাঁবুতে এসেছিল বসন্ত। ২০১৪-১৫ মরশুমে ধারাবাহিকভাবে খেলে গিয়েছিলেন জাপানের এই অ্যাটাকিং মিডফিল্ডার। ২০১৫-১৬ ফেড কাপ জিতেছিলেন মোহন বাগানের হয়ে। পরে তিনি খেলেছেন নর্থ ইস্ট ইউনাইটেড, ইস্টবেঙ্গল, নেরোকা, চেন্নাই সিটি এফসিতে।
Ryuji Sueoka
আরও একজন জাপানি ফুটবলার। ২০০৯ সালে যোগ দিয়েছিলেন মোহন বাগানে। তাঁর আক্রমণাত্মক ফুটবল চোখ টেনেছিল ফুটবল প্রেমীদের। সাত ম্যাচে করেছিলেন পাঁচ গোল। পরে যোগ দিয়েছিলেন সালগাওকর, ডেম্পতে।