মেঘালয়ে বিরোধী দল TMC গোয়ায় কংগ্রেস ‘দোসর’, চলছে পাওয়ার প্লে

প্রসেনজিৎ চৌধুরী, নয়াদিল্লি: রাজধানী দিল্লির বিরোধী দলগুলির শিবিরে ভোট পরবর্তী সমীক্ষা ধরে চলছে ব্যস্ততা। ফল ‘ইধার কা উধার’ হলেই অনেক হিসেব উল্টে যেতে পারে এমন…

Congress is allying with TMC in Goa

প্রসেনজিৎ চৌধুরী, নয়াদিল্লি: রাজধানী দিল্লির বিরোধী দলগুলির শিবিরে ভোট পরবর্তী সমীক্ষা ধরে চলছে ব্যস্ততা। ফল ‘ইধার কা উধার’ হলেই অনেক হিসেব উল্টে যেতে পারে এমন সম্ভাবনা থেকে কংগ্রেস শিবিরে চলছে ‘পাওয়ার প্লে’। সমীক্ষা রিপোর্টে পাঞ্জাবে কংগ্রেস সরকারে থাকছে না এটা বের হতেই গোয়া দখলে ঝাঁপ মেরেছে জাতীয় কংগ্রেস। দোসর তৃণমূল (TMC)!

টিএমসির অন্দরমহলের খবর, তৃ়ণমূল কংগ্রেস নেত্রী মমতার সঙ্গে কংগ্রেসের সম্পর্ক এক্ষেত্রে নরম করতে খোদ আসরে নামছেন পাওয়ার প্লে জনক শরদ পাওয়ার। মুম্বই থেকে কলকাঠি নাড়ছেন তিনি। মমতার দূত হয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করছেন দলটির সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, গোয়ায় বিজেপি বিরোধী শিবিরের ‘সহযোদ্ধা’ হতে রাজি তৃণমূল কংগ্রেস।

   

এদিকে গোয়ার ভোট পরবর্তী সমীক্ষাগুলি বলছে,৪০টি আসনের মধ্যে বিজেপি ১৩-১৭টি, কংগ্রেস ও গোয়া ফরওয়ার্ড পার্টির জোট ১২-১৬টি, তৃণমূল-মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির জোট ৫-৯টিএবং নির্দল ও অন্যেরা ০-২টি আসনে জয়ী হতে পারে।

গোয়া দখলের জন্য সর্বাধিক ২১টি আসন দরকার। গত বিধানসভায় কংগ্রেসের সফলতা ‘কিনে নেয়’ বিজেপি। এবার তেমন হতে দেব না বলেই দলনেত্রীর বার্তা। এমনই জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসের অন্দরমহলের কূটখেলার খবর রাখা রাজ্যের এক মন্ত্রী। তাঁর বক্তব্য, গোয়াতে সরকারপক্ষ অ-বিজেপি করতে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বতো চেষ্টা করছেন।

পশ্চিমবঙ্গে শাসক টিএমসি মেঘালয়ে প্রধান বিরোধী দল। এ রাজ্যে কংগ্রেস কে ভাঙিয়েছে টিএমসি। সেই তৃণমূল কংগ্রেস এবার গোয়ায় কংগ্রেসের পক্ষে যেতে মরিয়া। গোয়ায় উপস্থিত থেকেই দলের কৌশল ঠিক করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।