বর্তমানে ভারতীয় ক্লাব ফুটবলে যথেষ্ট সক্রিয় রয়েছে এফসি গোয়া (FC Goa)। শেষ কয়েক বছরে হিরো সুপার কাপ জয়ের পাশাপাশি ডুরান্ড কাপের মতো ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট রয়েছে তাঁদের ঝুলিতে। তবে সেখানেই শেষ নয়। গত ২০১৯-২০২০ মরসুমে ইন্ডিয়ান সুপার লিগের লিগ শিল্ড ও জয় করেছিল এডু বেদিয়াদের এই ফুটবল ক্লাব। সেই নিয়ে খুশির আমেজ দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে। তবে পরবর্তীতে আলবার্তো রোকার হাত ধরে সাফল্যের ধারা বজায় রাখার লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি। ক্রমশ পিছিয়ে পড়তে শুরু করেছিল আইএসএলের এই ফুটবল ক্লাব।
তবে পরবর্তীতে মানোলো মার্কুয়েজের হাত ধরে ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করে এফসি গোয়া। গত সিজনে খুব একটা আহামরি পারফরম্যান্স না হলেও এবারের ইন্ডিয়ান সুপার লিগের প্রথম থেকেই ব্যাপক ছন্দে ধরা দিয়েছে আকাশ সাঙ্গওয়ান থেকে শুরু করে ব্রাইসন ফার্নান্দেজরা। টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব মোহনবাগান সুপার জায়ান্টকে টেক্কা দিয়ে পুনরায় লিগ শিল্ড জয় করার পরিকল্পনা থাকলেও সেটা বাস্তবায়িত হয়নি। শেষ পর্যন্ত অনেকটাই পয়েন্ট পার্থক্যে টানা দ্বিতীয়বারের জন্য এই খেতাব জয় করে ফেলে সবুজ-মেরুন ব্রিগেড। সেই নিয়ে কিছুটা হলেও হতাশ গোয়ার সমর্থকরা।
সেই হতাশা ভুলে এবার ইন্ডিয়ান সুপার লিগ চ্যাম্পিয়ন হওয়াই অন্যতম লক্ষ্য গোয়ার এই ফুটবল দলের। প্রথমবারের মতো আইএসএল জয়ের স্বাদ পেতে চান আর্মান্দো সাদিকু থেকে শুরু করে ইকের গ্যারেক্সোনারা মতো খেলোয়াড়রা। সেইমতো নিজেদের প্রস্তুত করছেন দলের ফুটবলাররা। তবে শুধুমাত্র এই সিজনে সাফল্য পাওয়াই নয়। আগামীর কথা মাথায় রেখে ও নয়া পরিকল্পনা বাস্তবায়নের পথে এগোতে শুরু করেছে এফসি গোয়া। বিশেষ সূত্র মারফত খবর, নিজেদের ফুটবল অ্যাকাডেমি গড়তে এবার পর্তুগালের ফুটবল ক্লাব এসএল বেনফিকার কাছে সাহায্য চেয়েছে ম্যানেজমেন্ট।
বলাবাহুল্য, ভারতীয় ক্লাব ফুটবলে স্প্যানিশ ছোঁয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা পালন করে থাকে গোয়া শিবির। তাঁদের ফুটবল নিঃসন্দেহে নজর কাড়ে সকলের। তবে এবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেশের ফুটবল ক্লাবের সঙ্গে গাঁটছড়া বেঁধে আগামী দিনে নিজেদের এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে ম্যানেজমেন্টের। নিঃসন্দেহে ভারতীয় ফুটবল ক্ষেত্রে তা ইতিবাচক দিক হিসেবে উঠে আসতে পারে।