সবুজ-মেরুনের নজরে এই হাইপ্রোফাইল, বাদ পড়বেন এই তারকা‌?

বিগত কয়েক মরসুম ধরেই অনবদ্য ছন্দে রয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। ডুরান্ড কাপের ফাইনালে পরাজিত হওয়ার পর কিছুটা হতাশাজনক ভাবেই আইএসএল শুরু করেছিল সবুজ-মেরুন…

Kolkata Derby between Mohammedan SC vs Mohun Bagan SG

বিগত কয়েক মরসুম ধরেই অনবদ্য ছন্দে রয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। ডুরান্ড কাপের ফাইনালে পরাজিত হওয়ার পর কিছুটা হতাশাজনক ভাবেই আইএসএল শুরু করেছিল সবুজ-মেরুন ব্রিগেড। সেখান থেকে ঘুরে দাঁড়াতে খুব একটা সমস্যা হয়নি ময়দানের এই প্রধানের। পরবর্তীতে সময় যত এগিয়েছে ততই নিজেদের পুরনো ছন্দে ধরা দিয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। একের পর এক ম্যাচে খুব সহজেই এসেছে জয়। যারফলে একটা সময় পয়েন্ট টেবিলের কিছুটা নিচে থাকতে হলেও সেখান থেকে উপরে উঠে আসতে খুব একটা সমস্যা হয়নি। এমনকি অন্যান্য বছর গুলির মতো এবারও হাইভোল্টেজ ডার্বি ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইমামি ইস্টবেঙ্গলকে ও নাস্তানাবুদ করতে সক্ষম থেকেছে মোহনবাগান। ম্যাচের নায়ক জেমি ম্যাকলারেন।

মাঝে কয়েকটি ম্যাচে পয়েন্ট নষ্ট করতে হলেও সেখান থেকে ও ঘুরে দাঁড়াতে খুব একটা সমস্যা হয়নি মেরিনার্সদের। যারফলে লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রাখার পাশাপাশি কয়েক ম্যাচ বাকি থাকতেই ইন্ডিয়ান সুপার লিগের লিগ শিল্ড নিশ্চিত করে ফেলে জোসে মোলিনার ছেলেরা। গত ফেব্রুয়ারির শেষের দিকেই শক্তিশালী ওডিশা এফসি‌কে পরাজিত করে শিল্ড নিশ্চিত করার পর বাকি দুইটি নিয়মরক্ষার ম্যাচে ও অপরাজিত থাকতে মরিয়া ছিল মোহনবাগান। সেটাই হয়েছে শেষ পর্যন্ত। এবার সেই ধারা বজায় রেখেই আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য রয়েছে মেরিনার্সদের।

   

Greg Stewart's First Match Goal Fuels Optimism for Mohun Bagan in Durand Cup Derby

তবে এখন থেকেই নতুন সিজনের জন্য ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে বাগান ম্যানেজমেন্ট। বিভিন্ন মাধ্যম সূত্রে খবর পরবর্তী ফুটবল মরসুমে বেশ কিছু বদল দেখা যেতে পারে দলের অন্দরে। বিশেষ করে দলের আপফ্রন্টের শক্তি বাড়াতে নাকি এক হাইপ্রোফাইল ফুটবলারের দিকে নজর রয়েছে ভারতের এই ফুটবল ক্লাবের। তিনি জোনাথন ভিয়েরা। বর্তমানে মালয়েশিয়ায় প্রথম ডিভিশনের ফুটবল ক্লাব জোহর দারুল তা’জিমের সঙ্গে যুক্ত রয়েছেন বছর পঁয়ত্রিশের এই অ্যাটাকিং মিডফিল্ডার। ইতিমধ্যেই এএফসি এলিট লিগে দলের হয়ে খেলে ফেলেছেন প্রায় চারটি ম্যাচ। এছাড়াও অন্যান্য লিগে ও যথেষ্ট সক্রিয়তা দেখিয়েছেন এই ফুটবলার। মনে করা হচ্ছে এবার তাঁকে দলে টানার কথা ভাবতে পারে মোহনবাগান।

কিন্তু সেক্ষেত্রে তাকে ছাঁটাই করতে পারে ময়দানের এই প্রধান? সেটি এখনও পর্যন্ত স্পষ্ট না হলেও মনে করা হচ্ছে আসন্ন মরসুমে হয়তো সবুজ-মেরুন জার্সিতে দেখা যাবে না গ্ৰেগ স্টুয়ার্টকে। চলতি সিজনে চোট আঘাতে সমস্যা যথেষ্ট ভুগিয়েছে এই স্কটিশ ফুটবলারকে। যার প্রভাব পড়েছিল দলের পারফরম্যান্সে। স্বাভাবিকভাবেই তাকে বিদায় জানানোর কথা ভাবতে পারে দুইবারের শিল্ড জয়ীরা। চলতি বছরের মে মাসে বাগানের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে স্টুয়ার্টের। বিশেষ সূত্র মারফত খবর, পরবর্তী সিজন নিয়ে বাগানের সঙ্গে এখনও পর্যন্ত নাকি সেভাবে আলোচনা হয়েনি এই ফুটবলারের। কিছুটা হলেও ধীরে চলো নীতিতে এগোতে চাইছেন এই তারকা ফুটবলার।

মনে করা হচ্ছে নয়া সিজনের জন্য হয়তো অন্য কোনও ক্লাবের দিকে নজর রয়েছে গ্ৰেগ স্টুয়ার্ট। যারফলে সবকিছু মাথায় রেখেই হয়তো মোহনবাগান নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি। অপরদিকে, চোট আঘাতের কথা মাথায় রেখে নতুন মরসুমের জন্য তাঁকে নিয়ে হয়তো এখনই কোনও পরিকল্পনা নেই ম্যানেজমেন্টের।