দুরন্ত ছন্দে আয়ুষ! জাতীয় দলের অনুশীলনে যোগ দিয়ে কী বললেন এই মিডফিল্ডার?

দিন দুয়েকের অপেক্ষা মাত্র। তারপরেই এই নতুন বছরের প্রথম ফ্রেন্ডলী ম্যাচ খেলতে নামবে ভারতীয় ফুটবল দল (Indian National Football Team)। তারপর কয়েকদিনের বিশ্রাম নিয়েই এএফসি…

ISL star Ayush Chhetri

short-samachar

দিন দুয়েকের অপেক্ষা মাত্র। তারপরেই এই নতুন বছরের প্রথম ফ্রেন্ডলী ম্যাচ খেলতে নামবে ভারতীয় ফুটবল দল (Indian National Football Team)। তারপর কয়েকদিনের বিশ্রাম নিয়েই এএফসি এশিয়ান কোয়ালিফায়ারের ম্যাচ। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে প্রতিবেশী বাংলাদেশ। সেইমতো এই সপ্তাহের শুরুতেই ছাব্বিশ জন ফুটবলারদের একটি তালিকা প্রকাশ করা হয়েছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে। যেখানে তারকা ফুটবলার সুনীল ছেত্রীর পাশাপাশি স্থান পেয়েছেন বহু নতুন মুখ। অর্থাৎ অভিজ্ঞ ফুটবলারদের পাশাপাশি একাধিক তরুণ ফুটবলারদের সামনে রেখেই‌ বাজিমাত করতে চাইছেন মানোলো মার্কুয়েজ।

   

যাদের মধ্যে অন্যতম আয়ুষ ছেত্রী। বলাবাহুল্য, বিগত কয়েক সিজন ধরেই এফসি গোয়ার সঙ্গে যুক্ত রয়েছেন এই তরুণ ফুটবলার। গত কয়েক সিজনের তুলনায় এবার দুরন্ত ছন্দে ধরা দিয়েছেন আয়ুষ। চলতি ইন্ডিয়ান সুপার লিগে ইতিমধ্যেই খেলে ফেলেছেন প্রায় একুশটি ম্যাচ। তারমধ্যে একটি গোল করার পাশাপাশি দুইটি অ্যাসিস্ট ও রয়েছে মিজোরামের এই ফুটবলারের। অর্থাৎ দলের হয়ে তিনটি গোল কন্ট্রিবিউশন রয়েছে এই ডিফেন্সিভ মিডফিল্ডারের। সবদিক মাথায় রেখেই এবার তাঁকে জাতীয় শিবিরে ডেকে পাঠিয়েছেন ভারতীয় ফুটবল দলের হেড কোচ।

দেশের প্রথম ডিভিশন লিগে নিজের সেরাটা দেওয়ার পাশাপাশি জাতীয় দলের জার্সিতে ও নিজেকে প্রমাণ করতে চান বছর একুশের এই ফুটবলার। শনিবার জাতীয় দলের জার্সিতে প্রথম অনুশীলন করার পর দলে ডাক পাওয়ার প্রসঙ্গে এআইএফএফ এর একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ” আমি খুবই খুশি। দেশের সিনিয়র ফুটবল দলের হয়ে শিবিরে আসতে পেরে যথেষ্ট খুশি। এখানে দেশের বহু অভিজ্ঞ ফুটবলারদের সঙ্গে আমি অনুশীলন করছি। এটা আমার কাছে বিরাট গর্বের বিষয়।” এফসি গোয়ার পর জাতীয় দলের জার্সিতে আদৌও কতটা সাফল্য পান এখন সেটাই দেখার বিষয়।

উল্লেখ্য, গত ইন্টারকন্টিনেন্টাল কাপ থেকে এখনও পর্যন্ত জয়ের দেখা পায়নি ব্লু-টাইগার্স। মাঝে দুইটি ম্যাচে ভালো পারফরম্যান্স থাকলেও অমীমাংসিত ফলাফলে মাঠ ছাড়তে হয়েছিল শুভাশিস বসু থেকে শুরু করে রাহুল ভেকের মতো ফুটবলারদের। এবার প্রস্তুতি ম্যাচ থেকেই জয়ের স্বাদ পেতে চান এই স্প্যানিশ কোচ।