শিলিগুড়িতে চাঞ্চল্য। ডেপুটি মেয়র রঞ্জন সরকারকে খুনের হুমকির অভিযোগ। জানা গিয়েছে, এক দল মত্ত যুবক হামলা চালায় ডেপুটি মেয়রের গাড়িতে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই ঘটনার জেরে প্রশ্ন উঠতে শুরু করেছে মেয়রের নিরাপত্তা নিয়ে।
জানা যাচ্ছে শিলিগুড়ি সেবক মোড়ের কাছে এই ঘটনাটি ঘটে। শনিবার রাতে আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিলেন তিনি। ঠিক সেই সময় তাঁর গাড়ি ঘিরে ধরেন অভিযুক্তরা বলেই অভিযোগ। এরপরই তাঁকে খুনের হুমকি দেয় বলে অভিযোগ। জানা গিয়েছে ঘটনার ভিডিও তুলে রাখেন এবং পরে পুলিশে অভিযোগ জানান। এই ঘটনার প্রেক্ষিতে আজ লিখিত আভিযোগ দায়ের হয়।
ঘটনার জেরে গ্রেফতার করা হয়েছে দুজনকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে দুজন হলেন দিব্যেন্দু দাস এবং বিজয় শর্মা। এই দুজনই শিলিগুড়ির পৌর এলাকার বাসিন্দা।
সংবাদমাধ্যমকে ডেপুটি মেয়র জানান, “এরা এই শহরের বলে আমার মনে হয় না। আমার মনে হয় আরও বেশি পুলিশের নজরদারি রাখা উচিত ছিল। দিনের বেলাতেই এই ধরনের ঘটনা ঘটেছে।”