‘বিশ্ব জানে সন্ত্রাসবাদের আঁতুরঘর কোথায়’, পাকিস্তানকে ঝাঁঝালো আক্রমণ দিল্লির

নয়াদিল্লি: ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা’ করছে ভারত! পাকিস্তানের (Pakistan) আনা এই অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করল নয়াদিল্লি। সম্প্রতি পাকিস্তানে জাতিগত হিংসার ঘটনা বৃদ্ধি পেয়েছে৷ সেই সঙ্গে বালুচ বিদ্রোহীদের…

short-samachar

নয়াদিল্লি: ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা’ করছে ভারত! পাকিস্তানের (Pakistan) আনা এই অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করল নয়াদিল্লি। সম্প্রতি পাকিস্তানে জাতিগত হিংসার ঘটনা বৃদ্ধি পেয়েছে৷ সেই সঙ্গে বালুচ বিদ্রোহীদের নিশানায় এসেছে সে দেশের নিরাপত্তাবাহিনী। এই পরিস্থিতিতে, সন্ত্রাসবাদ নিয়ে ভারতের দিকে আঙুল তুলেছে পাকিস্তান৷ পাল্টা জবাব দিয়েছে ভারত৷ 

   

বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, “আমরা পাকিস্তানের ভিত্তিহীন অভিযোগগুলিকে কঠোরভাবে খারিজ করছি। পুরো বিশ্ব জানে, সন্ত্রাসবাদের মূল উৎস কোথায়। অন্যদের ওপর দোষ চাপানোর বদলে পাকিস্তানকে নিজেদের অভ্যন্তরীণ সমস্যা নিয়ে ভাবা উচিত।”

ভারত আরও বলেছে, পাকিস্তান দীর্ঘদিন ধরেই সন্ত্রাসবাদী কার্যক্রমের কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। বলা ভালো পাকিস্তানই সন্ত্রাসবাদের আঁতুর ঘর৷ আন্তর্জাতিক মহলেও এই বিষয়ে আলোচনা চলছে। ভারত বারবার পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য দায়ী করেছে, কিন্তু পাকিস্তান এই অভিযোগের বিরুদ্ধে কোনও কার্যকর প্রমাণ দিতে পারেনি৷ 

পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র শাফকত আলি খান সম্প্রতি বলেন, ‘‘জাফর এক্সপ্রেস হাইজ্যাকের ঘটনায় ভারতীয় হাত ছিল’’—সরাসরি এর কোনও প্রমাণ না মিললেও, তিনি অভিযোগ করেছেন যে হামলাটি বিদেশ থেকে পরিচালিত হয়েছিল৷ তিনি সরাসরি ভারতের নাম উল্লেখ করেননি।তবে, এই ঘটনার পেছনে আফগানিস্তান থেকে আসা ফোন কলের প্রমাণ পাওয়া গিয়েছে। 

গত সপ্তাহে বালুচিস্তান লিবারেশন আর্মি (BLA) পাকিস্তানের জাফর এক্সপ্রেস ট্রেনটি হাইজ্যাক করে। ট্রেনটি কুয়েটা থেকে পেশোয়ার যাচ্ছিল৷ প্রায় ৩০ ঘণ্টা ধরে লড়াই চলে। এই ঘটনায় ২১ জন বন্দি ও ৪ নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়৷ পাকিস্তানের দাবি, হামলাকারীরা আফগানিস্তানে তাদের পরিচালকদের সঙ্গে যোগাযোগ ছিল।

ভারতীয় সরকারের পক্ষ থেকে বলা হয়, ‘‘পাকিস্তান দীর্ঘদিন ধরেই সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা করছে, যা আন্তর্জাতিক শান্তির জন্য বড় হুমকি৷’’ পাকিস্তান নিজেদের অবস্থানে অনড় থেকে পাল্টা ভারতকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হিসেবে অভিযুক্ত করে। শাফকত আলি খান বলেন, ‘‘আমাদের নীতি বদল হয়নি। আমরা এখনও বলছি, ভারত পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা করছে।’’