চলতি আইলিগের শুরুটা একেবারেই ভালো ছিল না রাজস্থান ইউনাইটেডের (Rajasthan United)। প্রথম ম্যাচেই পরাজিত হতে হয়েছিল রিয়াল কাশ্মীরের কাছে। সেই হতাশা কাটিয়ে দ্বিতীয় ম্যাচে শক্তিশালী নামধারী এফসির বিপক্ষে দল ঘুরে দাঁড়ালেও বজায় থাকেনি সেই ধারাবাহিকতা। আত্মবিশ্বাস। পরবর্তীতে ফের আটকে যেতে টানা দুইটি ম্যাচ। পয়েন্ট নষ্ট করতে হয় শ্রীনিধি ডেকানের পাশাপাশি শিলং লাজং এফসির মতো দলের কাছে। সময়ের সাথে সাথে নিজেদের পুরনো ছন্দে ফেরার পরিকল্পনা নিয়ে মাঝে ডেম্পো স্পোর্টস ক্লাবকে বিরাট বড় ব্যবধানে পরাজিত করার পর সাফল্য পাওয়ার লক্ষ্য থাকলেও বেশিদিন বজায় থাকেনি সেই ধারা।
আইজল ম্যাচ থেকে ফের তথৈবচ পরিস্থিতি দেখা দেয় আইলিগের এই ফুটবল ক্লাবের। মাঝে শক্তিশালী রিয়াল কাশ্মীর দলকে আটকে দেশের এই দ্বিতীয় ডিভিশন লিগের প্রথম তিনে উঠে আসার লড়াইয়ে নিজেদের পথ প্রশস্ত করার ভাবনা থাকলেও সেই আশা কার্যত নিরাশায় পরিনত হয় গত চার্চিল ম্যাচে। অ্যাওয়ে ম্যাচে চার্চিল ব্রাদার্সের কাছে বড় ব্যবধানে পরাজিত হয় রাজস্থান। ম্যাচের শেষের দিকে দল ব্যবধান কমাতে সক্ষম হলেও সেটা যথেষ্ট ছিল না। এমনকি সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই শেষ ম্যাচে শক্তিশালী গোকুলাম কেরালার কাছে নাস্তানাবুদ হতে হয় ওয়াল্টার ক্যাপ্রিলের ছেলেদের।
Also Read | পয়েন্ট টেবিলে দশম, বিশেষ তালিকার পঞ্চম স্থানে ইস্টবেঙ্গল!
যারফলে ১৮ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে বর্তমানে লিগ টেবিলের অষ্টম স্থানে রয়েছে রাজস্থান ইউনাইটেড। তবে চলতি সিজনে দলের এমন পারফরম্যান্স নিয়ে যথেষ্ট হতাশ ম্যানেজমেন্ট। তাই এবার দলের এই উরুগুয়ান কোচকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে রাজস্থান ইউনাইটেড। গত বুধবার রাতে নিজেদের সোশ্যাল সাইটে ক্যাপ্রিলের সঙ্গে সম্পূর্ণ ছিন্ন করার কথা জানিয়ে দেয় আইলিগের এই ফুটবল ক্লাব। বলাবাহুল্য, এই চলতি সিজনের শুরুতে সকলকে তাক লাগিয়ে বিরাট অঙ্কের দল নির্মাণ করা হলেও ভালো পারফরম্যান্স করতে ব্যর্থ এই ফুটবল ক্লাব।
সেই কারণেই এবার এমন সিদ্ধান্ত নিল ম্যানেজমেন্ট। যারফলে ওয়াল্টার ক্যাপ্রিলের পরিবর্তে অন্তবর্তীকালীন কোচ হিসেবে বর্তমানে দলের দায়িত্ব পালন করবেন বিকাশ রাওয়াত। বর্তমানে চ্যাম্পিয়নশিপের দৌড় থেকে ছিটকে যেতে হলেও বাকি ম্যাচ গুলিতে ভালো পারফরম্যান্স করাই এখন অন্যতম লক্ষ্য দলের সকল খেলোয়াড়দের।