পাকিস্তানে যাত্রীবাহী ট্রেন হাইজ্যাক করল জঙ্গিরা, পণবন্দি শতাধিক, নিহত ৬

লাহোর: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে যাত্রীবাহী ট্রেনের ওপর বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর হামলা৷ প্রায় ৪০০ যাত্রী নিয়ে মঙ্গলবার কোয়েটা থেকে পেশোয়ারের উদ্দেশে রওনা দিয়েছিল জাফর এক্সপ্রেস৷ মাঝ পথে…

short-samachar

লাহোর: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে যাত্রীবাহী ট্রেনের ওপর বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর হামলা৷ প্রায় ৪০০ যাত্রী নিয়ে মঙ্গলবার কোয়েটা থেকে পেশোয়ারের উদ্দেশে রওনা দিয়েছিল জাফর এক্সপ্রেস৷ মাঝ পথে ট্রেনটি হামলার শিকার হয়। আহত হন ট্রেনের চালক৷ খবর আন্তর্জাতিক সংবাদ সংস্থা  রয়টার্সের৷ 

   

বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এই ট্রেন হাইজ্যাকের দায় স্বীকার করেছে। তাদের দাবি, ১২০ জন যাত্রীকে বন্দি করা হয়েছে৷ এই ঘটনায় ছয় সেনাকর্মীর মৃত্যু হয়েছে৷ 

বিএলএর মুখপাত্র জিয়ান্দ বেলুচ জানিয়েছেন, মাশকাফ, ধাধার এলাকায় এই “পরিকল্পিত অভিযান” চালানো হয়েছে। তারা জানিয়েছে, রেলপথে বিস্ফোরণ ঘটিয়ে ট্রেন থামানো হয় এবং পরবর্তীতে সেটির নিয়ন্ত্রণ নেওয়া হয়।

বিএলএ হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, “যদি কোনও সামরিক অভিযান চালানো হয়, তবে এর চরম পরিণতি হবে। শত শত বন্দিকে হত্যা করা হবে এবং এই রক্তপাতের দায় সম্পূর্ণভাবে দখলদার বাহিনীর ওপর বর্তাবে।”

এছাড়া, তারা জানায় যে ট্রেনের যাত্রীদের মধ্যে পাকিস্তানি সেনা, পুলিশ, অ্যান্টি-টেররিজম ফোর্স (ATF) এবং ইন্টার-সার্ভিসেস ইনটেলিজেন্স (ISI)-এর সদস্যরা ছিলেন।

বিএলএ এক বিবৃতিতে জানায়, “আটক হওয়া যাত্রীদের মধ্যে নিরাপত্তা বাহিনীর কর্মী ছাড়াও বালুচ, মহিলা এবং শিশু যাত্রীদের মুক্তি দেওয়া হয়েছে, বাকি যাত্রীরা পাকিস্তানি বাহিনীর সদস্য।” তবে, রেলওয়ে ও বালুচিস্তান সরকারের পক্ষ থেকে এখনও হতাহত ও আটক যাত্রীদের সংখ্যা নিশ্চিত করা হয়নি।

এদিকে, বালুচিস্তান প্রাদেশিক সরকার পরিস্থিতি মোকাবিলায় জরুরি পদক্ষেপ নিয়েছে এবং নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে, জানিয়েছেন সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ।