Durgapur: বাসর রাতে দুর্গাপুরে বরযাত্রী-কনেপক্ষ রক্তাক্ত সংঘর্ষ, বিয়েবাড়িতে যুবক খুন

কথা ছিল বাসর হবে। তবে হল সংঘর্ষ। সেই সংঘর্ষের নিহত এক যুবক। রত্তাক্ত বিয়ে বাড়িতে যুবক খুনের ঘটনা পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে। আনন্দ মুখরিত বিয়েবাড়িতে…

women murder at mahakumbh

short-samachar

কথা ছিল বাসর হবে। তবে হল সংঘর্ষ। সেই সংঘর্ষের নিহত এক যুবক। রত্তাক্ত বিয়ে বাড়িতে যুবক খুনের ঘটনা পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে। আনন্দ মুখরিত বিয়েবাড়িতে শ্মশানের নীরবতা।

   

নিউ টাউনশিপ থানার ভ্যাম্বে কলোনির ওই বিয়েবাড়িতে সংঘর্ষ হয় শনিবার। নিহতের নাম আশিস বেদ (১৮)। তার বাড়ি পান্ডবেশ্বরে। অভিযোগ ওই যুবককে খুন করা হয়েছে। মৃত আশিস কনে পক্ষের আত্মীয়। পুলিশ জানিয়েছে, কুপিয়ে খুন করা হয়েছে ওই যুবককে। তিন জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার গভীর রাতে বিয়ে বাড়িতে গানের আসর নিয়ে বচসার জেরে সংঘর্ষ শুরু হয়। এরপরেই দু’পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। অভিযোগ, আচমকা আশিসকে বেধড়ক মারধর করে বর পক্ষের কয়েকজন। এরপর সংঘর্ষ আরও ছড়ায়। ঘটনাস্থলেই আশিস মারা যায়।

রবিবার সকালে এলাকার পরিস্থিতি থমথমে। কনের পরিবারের তরফে অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।