তৃণমূলের বৈঠকে অভিষেকের অনুপস্থিতি, রাজনৈতিক জল্পনা তুঙ্গে

আজ বৃহস্পতিবার দুপুরে রাজ্য সভাপতি সুব্রত বক্সির নেতৃত্বে মেগা বৈঠক ছিল তৃণমূলের (TMC)। ‘ভূতুড়ে ভোটার’ ধরতে কোর কমিটি গড়ে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ…

Abhishek Banerjee Pledges Continued Public Health Services After Completion of Sevashray in Diamond Harbour

আজ বৃহস্পতিবার দুপুরে রাজ্য সভাপতি সুব্রত বক্সির নেতৃত্বে মেগা বৈঠক ছিল তৃণমূলের (TMC)। ‘ভূতুড়ে ভোটার’ ধরতে কোর কমিটি গড়ে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বৈঠকে সেই ভুয়ো ভোটার তালিকা পেশ করার কথা ছিল তৃণমূল নেতা-কর্মীদের। তবে এই বৈঠকে উপস্থিত ছিলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার অনুপস্থিতি নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। এদিকে, বৈঠকের পর এক নতুন ঘোষণাও আসে, যা আরও কিছু প্রশ্ন তৈরি করেছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসে ভুয়ো ভোটার শনাক্ত করার জন্য ৩৬ জনের একটি বিশেষ কমিটি গঠন করা হয়। সেই কমিটিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম দ্বিতীয় স্থানে ছিল। তবে বৈঠকে স্বাভাবিকভাবেই সকলে উপস্থিত থাকলেও অভিষেক বা তার ঘনিষ্ঠ সহযোগী দেবাংশু ভট্টাচার্য এবং ডেরেক ও’ব্রায়েন কাউকেই দেখা যায়নি। অভিষেকের অনুপস্থিতি নিয়ে তৃণমূল শিবিরে বিভিন্ন জল্পনা চলছে এবং অনেকেই ধারণা করছেন, অভিষেক দলীয় পুরনো পন্থীদের সঙ্গে কোনও সম্পর্ক রাখতে চান না।

   

এদিনের বৈঠক শেষে সুব্রত বক্সি একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। তিনি বলেন, আগামী ১৫ মার্চ দলের জেলা সভাপতিদের সঙ্গে বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এই বৈঠকটি হবে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে। এর পর থেকেই বিষয়টি আরও রহস্যময় হয়ে ওঠে। কেন অভিষেক তৃণমূলের অন্যান্য শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসতে চাননি? কেন তিনি এভাবে নিজেদের মধ্যে বৈঠক ডাকার সিদ্ধান্ত নিলেন? এই প্রশ্নগুলো রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে একটি বড় আলোচনা বিষয় হয়ে উঠেছে।