বলিউড অভিনেতা সাইফ আলী খানের (Saif Ali Khan) ছেলে ইব্রাহিম আলী খান (Ibrahim Ali Khan) আজ, ৫ মার্চ, তাঁর ২৪তম জন্মদিন উদযাপন করছেন। ইব্রাহিম তাঁর বলিউডে অভিষেকের জন্যও প্রস্তুত। আগামী ৭ মার্চ শুক্রবার, নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে তাঁর প্রথম ছবি ‘নাদানিয়ান’ (Naadaniyaan) । ছবিতে তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুর। এই রোমান্টিক-নাটকীয় ছবির মাধ্যমে বলিউডের পরবর্তী প্রজন্মের তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চলেছেন ইব্রাহিম।
ইব্রাহিম আলী খানের (Ibrahim Ali Khan) জন্ম হয়েছে বলিউডের এক কিংবদন্তি পরিবারে। তাঁর বাবা সাইফ আলী খান এবং মা অমৃতা সিং দুজনেই চলচ্চিত্র জগতের সুপরিচিত মুখ। তাঁর বোন সারা আলী খান ২০১৮ সালে ‘কেদারনাথ’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক করেন। তিনি ইতিমধ্যেই দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। ইব্রাহিমের দাদি শর্মিলা ঠাকুর এবং খালা সোহা আলী খানও বলিউডের বিখ্যাত ব্যক্তিত্ব। এছাড়া তাঁর কাকা কুনাল খেমু এবং সৎমা কারিনা কাপুর খান চলচ্চিত্র জগতের বড় নাম। এই পরিবারের উত্তরাধিকার বহন করে ইব্রাহিম এখন নিজের পথ তৈরি করতে প্রস্তুত।
View this post on Instagram
ইব্রাহিম (Ibrahim Ali Khan) তাঁর প্রাথমিক শিক্ষা মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে সম্পন্ন করেছেন। এরপর তিনি অভিনয়ে দক্ষতা অর্জনের জন্য নিউ ইয়র্ক ফিল্ম অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নেন। চলচ্চিত্রে পা রাখার আগে তিনি নিজেকে ভালোভাবে প্রস্তুত করেছেন এবং পর্দায় নিজের ছাপ ফেলতে আত্মবিশ্বাসী। বলিউডে অভিষেকের আগেই ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা ১.৫ মিলিয়ন ছাড়িয়েছে। তাঁর ব্যক্তিগত জীবনও প্রায়ই গণমাধ্যমে আলোচনার বিষয় হয়ে ওঠে।
ইব্রাহিমের (Ibrahim Ali Khan) ব্যক্তিগত জীবনও বেশ চর্চিত। অভিনেত্রী শ্বেতা তিওয়ারির মেয়ে পলক তিওয়ারির সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছিল। পলক ২০২৩ সালে ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছেন। ইব্রাহিম ও পলককে অনেক সময় একসঙ্গে দেখা গেছে। তাঁদের বন্ধুত্ব নিয়ে আলোচনা হয়েছে।
ইব্রাহিমের (Ibrahim Ali Khan) প্রথম ছবি ‘নাদানিয়ান’ (Naadaniyaan) ধর্মা প্রোডাকশনস প্রযোজিত একটি রোমান্টিক ড্রামা। এতে তাঁর সঙ্গে খুশি কাপুর ছাড়াও অভিনয় করছেন সুনীল শেঠি, মহিমা চৌধুরী, দিয়া মির্জা এবং যুগল হংসরাজের মতো তারকারা। ছবিটি নেটফ্লিক্সে ৭ মার্চ মুক্তি পাবে। এই ছবি নিয়ে ভক্তদের উৎসাহ তুঙ্গে।
ইব্রাহিমের (Ibrahim Ali Khan) জন্য এটি তাঁর ক্যারিয়ারের প্রথম ধাপ হলেও তিনি ইতিমধ্যেই আরও দুটি প্রোজেক্টে চুক্তিবদ্ধ হয়েছেন। তাঁর পরবর্তী ছবি ‘সরজমিন’-এ তিনি কাজল এবং পৃথ্বীরাজ সুকুমারনের সঙ্গে অভিনয় করবেন। এই ছবিটিও প্রযোজনা করছেন করণ জোহর। ইব্রাহিমের জন্মদিনে তাঁর ভক্তরা তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন ।