বেঙ্গালুরু ম্যাচের হতাশা কাটিয়ে জয়ের সরণিতে ফিরল নর্থইস্ট ইউনাইটেড (NorthEast United FC)। সোমবার সন্ধ্যায় ইন্ডিয়ান সুপার লিগের শেষ অ্যাওয়ে ম্যাচ খেলতে নেমেছিল হুয়ান পেদ্রো বেনালির ছেলেরা। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল ওয়েন কোয়েলের চেন্নাইয়িন এফসির সঙ্গে। পূর্ণ সময়ের শেষে ৩-০ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নেয় পাহাড়ের এই ফুটবল ক্লাব। গোল পান যথাক্রমে নেস্টর আলবিয়াচ, জিথিন এমএস এবং আলাদিন আজারেই। এই ম্যাচ জয়ের ফলে ২৩ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পঞ্চম স্থানে আসলো নর্থইস্ট।
গত ম্যাচ পর্যন্ত সুপার সিক্সের লড়াইয়ে এই দল চূড়ান্ত না থাকলেও এবার স্পষ্ট হয়ে গেল সমস্ত কিছু। যারফলে এক ম্যাচ বাকি থাকতেই পরবর্তী পর্বে চলে গেল আলাদিন আজারেইদের দল। সেই নিয়ে যথেষ্ট খুশি সমর্থকরা। বলাবাহুল্য, এদিন ইন্দোরের বুকে ম্যাচ থাকলেও প্রথম থেকেই যথেষ্ট দাপটের সাথে খেলতে শুরু করেছিল এবারের ডুরান্ড কাপ জয়ীরা। যারফলে অনায়াসেই চলে আসে গোল। প্রথম কোয়ার্টারের মধ্যেই গোল করে দলকে এগিয়ে দেন নেস্টর। তবে সুযোগ বুঝে পাল্টা আক্রমণে উঠে আসতে শুরু করেছিল কোনর শিল্ডস থেকে শুরু করে জর্ডান উইলমার গিলরা।
Also Read | বুধবার প্রতিপক্ষ আর্কাদাগ, অস্কারের চিন্তার কারণ এই বিদেশি?
তবে প্রতিপক্ষ দলের গোলরক্ষককে পরাস্ত করা খুব একটা সহজ ছিল না। তারপর পাল্টা আক্রমণে উঠে দলের ব্যবধান বাড়িয়ে দিয়ে যান জিথিন। সেই ধাক্কা কাটিয়ে ওঠার কিছু সময়ের মধ্যে ফের গোল। এবার বল জালে জড়িয়ে যান আলাদিন। প্রথমার্ধের শেষে এই তিনটি গোলের ব্যবধানে এগিয়ে থাকে নর্থইস্ট ইউনাইটেড।দ্বিতীয়ার্ধ থেকে খানিকটা রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে শুরু করে চেন্নাইয়িন। সেইসাথে পরিস্থিতি বুঝে আক্রমণ। কিন্তু মিচেল জাবাকো থেকে শুরু করে দীনেশ সিংদের জমাট বাঁধানো ডিফেন্সে আটকে যেতে হয় বারংবার।
শেষ পর্যন্ত এই ব্যবধানেই আসে জয়। নর্থইস্ট ইউনাইটেড ম্যাচ জেতার ফলে সুপার সিক্সে যাওয়া অনেকটাই কঠিন হয়ে গেল ওডিশা এফসির কাছে। বর্তমানে যা পরিস্থিতি তাতে মুম্বাই সিটি এফসির ম্যাচের দিকেই নজর রাখতে হবে সার্জিও লোবেরার দলকে।