ফের তৃণমূলের গোষ্ঠীকোন্দলে (TMC Clash) চলল গুলি। গুলিতে আহত হয়েছেন স্থানীয় বুথ সভাপতি। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের পিয়ারবেড়া গ্রাম পঞ্চায়েতে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন আহত তৃণমূলের বুথ সভাপতি নাসিম শেখ।
ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। এই ঘটনার পরে অভিযুক্ত সিকান্দর খানকে মারধর করে নাসিমের দলবল। জানা গিয়েছে, রাস্তার ধারে একটি পাকা নর্দমা তৈরি নিয়ে গত কিছুদিন ধরেই পিয়ারবেড়া গ্রাম পঞ্চায়েতের চকাই গ্রামে বিবাদ চলছিল তৃণমূলের বুথ সভাপতি নাসিম শেখের সঙ্গে স্থানীয় তৃণমূল নেতা কাইমউদ্দিন হাজারির। শনিবার বিকেলে তা চরম আকার নেয়। নর্দমা রাস্তার কোন দিকে তৈরি হবে তা নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় বলে অভিযোগ। এরই মধ্যে কাইমউদ্দিনের অনুগামী সিকান্দর শেখ নাসিম শেখকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। গুলিবিদ্ধ হন নাসিম শেখ। ২ রাউন্ড গুলি চলে বলে জানিয়েছে তাঁর অনুগামীরা।
গুরুতর আহত অবস্থায় নাসিম শেখকে হাসপাতালে ভর্তি করা হয়। তার পেটের বাঁ দিকে একটি গুলি লেগেছে। হাসপাতালে শুয়ে তিনি বলেন, ‘সরকারি কাজ নিয়ে ঝামেলার জেরে গুলি চালিয়েছে। আমি বলেছি কাগজ অনুসারে কাজ হবে। ওরা নিজেদের মতো করে কাজ করতে চাইছিল। আমি বলি, আমাকে তো পঞ্চায়েতে জবাব দিতে হবে। তার মধ্যেই গুলি চালিয়ে দেয়।’ এই ঘটনার পর সিকান্দর শেখের বাড়িতে পৌঁছয় নাসিমের ছেলে ও তাঁর অনুগামীরা। লোহার রড দিয়ে সিকান্দরকে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ।
রাজ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দলের একের পর এক ঘটনায় শাসকদলকে তীব্র আক্রমণ করেছে বিরোধী দলগুলি। তাদের দাবি, নৈরাজ্যবাদী শাসনব্যবস্থার অবধারিত পরিণতির দিকে এগোচ্ছে তৃণমূল। তৃণমূলের তরফ থেকে এই ঘটনার কোনও প্রত্যুত্তর দেওয়া হয়নি। এই ঘটনার পর মুখে কুলুপ এঁটেছেন তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার নেতারা।