কলকাতা: সোমে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক৷ ৩ মার্চ থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে ১৮ মার্চ পর্যন্ত। এই বছর পরীক্ষার নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে, যাতে কোনও ধরনের অনিয়ম বা প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনা না ঘটে৷ এবারের পরীক্ষায় থাকবে মেটাল ডিটেক্টর৷ এর মাধ্যমে পরীক্ষা কেন্দ্রে প্রার্থীদের তল্লাশি করা হবে, যা আগে কখনও দেখা যায়নি। এর মাধ্যমে খুঁটিনাটি পরীক্ষা করে নিশ্চিত করা হবে যে, কোনও পরীক্ষার্থী অবৈধ উপকরণ, যেমন মোবাইল বা স্মার্টওয়াচ, নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করছেন না।
শুক্রবার রাতে কোচবিহারে পৌঁছান পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ড. চিরঞ্জিত ভট্টাচার্য। রাত কোচবিহার সার্কিট হাউসে ছিলেন তিনি৷ শনিবার সকালে স্থানীয় ঠাকুর মদনমোহন মন্দিরে পুজো দিয়ে পরীক্ষা প্রস্তুতি পরিদর্শন করেন।
প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে এবার নতুন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ড. চিরঞ্জিত ভট্টাচার্য জানান, এবারের প্রশ্নপত্রে সিরিয়াল নম্বর এবং কিউআর কোড দেওয়া হয়েছে, যা প্রশ্ন ফাঁস হলে উৎস শনাক্ত করা সহজ করবে। এছাড়া, মোবাইল ফোন নিয়ে কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করলে, তা ধরা পড়লে পরীক্ষা বাতিল করা হবে। “এ বছর আমরা মোবাইলের ব্যবহার নিষিদ্ধ করেছি এবং মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালানো হবে, যাতে কোনো অযাচিত উপকরণ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে না পারে,” বলেন তিনি।
নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে পরীক্ষার্থীদের সুবিধা-ও বিশেষভাবে বিবেচনায় রাখা হয়েছে। প্রত্যেক স্কুলকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা পর্যাপ্ত পানীয় জল এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখে, যাতে কোনো পরীক্ষার্থী অস্বস্তিতে না পড়েন। পরীক্ষার্থীদের যাতায়াতে কোনো ধরনের সমস্যা যাতে না হয়, সেজন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসনকেও নির্দেশ দেওয়া হয়েছে।
এবারের পরীক্ষায় নতুন নিয়মও চালু করা হয়েছে। উদাহরণস্বরূপ, পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ডে পরীক্ষার ভেন্যু উল্লেখ থাকবে, যা পরীক্ষার্থীদের তাদের পরীক্ষার স্থান জানিয়ে দেবে। এবার মোট ২০৮৯টি ভেন্যুতে মেটাল ডিটেক্টর ব্যবহার করা হবে, যা পরীক্ষার্থীদের তল্লাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এছাড়া, প্রশ্নপত্র এবার সিল করা পলিপাউচে সরাসরি ক্লাসরুমে পৌঁছাবে, যা আগে ভেন্যু সুপারভাইসারের কাছে পৌঁছানো হতো।
এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৯ হাজার, যা গত বছরের তুলনায় প্রায় ২ লাখ কম। তবে ছাত্রীর সংখ্যা এবারে ছাত্রদের তুলনায় ৪৭ হাজার ৫৭১ জন বেশি। বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীর সংখ্যা ৫২৮ জন।
এবার পরীক্ষা সকাল ১০টায় শুরু হলেও, নিরাপত্তা তল্লাশির কারণে পরীক্ষার্থীদের ১ ঘণ্টা আগে, অর্থাৎ সকাল ৯টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এভাবে, এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা একদিকে যেমন নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনার প্রতি অধিক গুরুত্ব দেয়, অন্যদিকে পরীক্ষার্থীদের সুবিধার কথাও ভাবছে।