কলকাতা: নালিশ জানাতে শুক্রবার নির্বাচন কমিশনের কাছে ছুটলেন রাজ্যের বিজেপি বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়৷ তাঁর অভিযোগ, নির্বাচন কমিশনের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী৷
শুভেন্দু অধিকারী নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, মমতা বন্দ্যোপাধ্যায় জ্ঞানেশ কুমারকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগের বিষয়ে প্রশ্ন তুলেছেন। মমতা অভিযোগ করেছেন যে, বিজেপি নির্বাচন কমিশনকে প্রভাবিত করার জন্য ‘বিজেপি পন্থী লোকদের’ গুরুত্বপূর্ণ পদে বসাচ্ছে। তিনি আরও লেখেন, ‘‘আজ আমি ভারতীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয়ের কাছে একটি চিঠি লিখেছি, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিত্তিহীন অভিযোগ তুলে, নির্বাচন কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা নিয়ে কথা বলেছি,” —
মুখ্যমন্ত্রীর মন্তব্যে ক্ষোভ
অধিকারী তাঁর অভিযোগে বলেন, মমতা ব্যানার্জি নির্বাচন কমিশনকে আক্রমণ করে “সব সীমা অতিক্রম” করেছেন। তিনি বলেন, নির্বাচন কমিশন একটি স্থায়ী সংবিধানিক সংস্থা, যা সংবিধান অনুযায়ী প্রতিষ্ঠিত। মমতা ব্যানার্জির এমন মন্তব্য সংবিধানিক সংস্থার প্রতি অপমান।
শুভেন্দু বলেন, “পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনকে আক্রমণ করে সমস্ত সীমা অতিক্রম করেছেন। নির্বাচন কমিশন একটি স্থায়ী সংবিধানিক সংস্থা। তাঁর কোনো অধিকার নেই নির্বাচন কমিশনের নিয়োগ বা সততা নিয়ে প্রশ্ন তোলার। তিনি বলেছেন, যদি নির্বাচন কমিশন পক্ষপাতিত্বহীন না হয়, তবে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়৷’’
ভুয়া ভোটারের অভিযোগ
অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মন্তব্যেরও উল্লেখ করেছেন, যেখানে তিনি দাবি করেছেন যে, দিল্লি ও মহারাষ্ট্রে বিজেপি নির্বাচনে জিতেছে ভুয়া ভোটারদের মাধ্যমে, এবং এটি সম্ভব হয়েছে নির্বাচন কমিশনের সহায়তায়৷