সেলিমকে নিশানা করে বিতর্কিত কল্যাণ

শুক্রবার, শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সিপিএমকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, ‘‘মীনাক্ষীর আঁচল ধরে মহম্মদ সেলিম হাঁটছে।’’ উল্লেখ্য, মহম্মদ সেলিম ২০২১ সালে চন্ডীতলা বিধানসভা…

শুক্রবার, শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সিপিএমকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, ‘‘মীনাক্ষীর আঁচল ধরে মহম্মদ সেলিম হাঁটছে।’’ উল্লেখ্য, মহম্মদ সেলিম ২০২১ সালে চন্ডীতলা বিধানসভা থেকে সিপিএম প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন এবং জামানত বাজেয়াত করেছিলেন। কল্যাণের বক্তব্যে সিপিএমের বর্তমান অবস্থার প্রতি তাঁর কড়া সমালোচনা ফুটে উঠেছে। বৃহস্পতিবার ডানকুনিতে নেতাজী সুভাষচন্দ্র বসুর মূর্তি উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।

কল্যাণ আরও বলেন, সিপিএম বর্তমানে রাজনৈতিকভাবে নিজেদের অবস্থান খুঁজে পাচ্ছে না, আর তারা খোলাখুলি বলছে যে, ঈশ্বর বা মহাপুরুষদের নামেও শক্তি রয়েছে। তিনি সিপিএমের রাজ্য সম্মেলনে রামকৃষ্ণ পরমহংস, ফুরফুরা শরীফ ও হুগলির অন্যান্য মহাপুরুষদের ছবির ব্যবহার নিয়েও কটাক্ষ করেন। ‘‘আর কার্ল মার্ক্স বা লেনিনের ছবি লাগিয়ে রাজনীতি চলবে না, সেটা সিপিএম বুঝে গিয়েছে।’’ তিনি বলেন, ‘‘ওরা বুঝতে পেরেছে যে, ঈশ্বর বা মহাপুরুষের নামেই শক্তি আছে।’’

kolkata24x7-sports-News

   

তৃণমূল সাংসদ স্পষ্ট করে বলেন, ‘‘সিপিএম এবং বামপন্থীদের আগের মতোই কোনও পরিবর্তন ঘটেনি এবং ভবিষ্যতেও ঘটবে না।’’ তাঁর মতে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপিই তৃণমূলের প্রধান প্রতিদ্বন্দ্বী হবে, তবে তিনি মনে করেন বিজেপির জনসমর্থন কমছে। ‘‘সিপিএম শূন্য, কংগ্রেস শূন্য এবং বিজেপির গ্রাফও নিচের দিকে যাচ্ছে। বাংলায় তৃণমূলের মূল লড়াই বিজেপির সঙ্গেই হবে,’’ বলেন কল্যাণ।

এদিন কল্যাণ রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তাঁর মন্তব্যের প্রসঙ্গেও কথা বলেন। তিনি বলেন, ‘‘ও আমার বিরুদ্ধে যেখানে-সেখানে উল্টোপাল্টা কথা বলছে। এখন আমি বুঝতে পারছি, শোভন যা করেছে, ঠিক করেছে। আমি একজন প্রফেশনাল, নিজের কাজটাই করব।’’ সম্প্রতি রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কল্যাণের মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে স্পষ্ট হয়েছে যে, তিনি সিপিএম ও বিজেপি উভয়ের প্রতি তাঁর অবস্থান পরিষ্কার করেছেন এবং ২০২৬ সালের নির্বাচনের জন্য তৃণমূলের প্রস্তুতি সম্পর্কে তিনি আশাবাদী।