FC Goa Vs Punjab FC: জয়ের ধারা বজায় রাখল গোয়া, বৃথা লড়াই মাজসেনদের

ইন্ডিয়ান সুপার লিগে জয়ের ধারা বজায় রাখল এফসি গোয়া (FC Goa)। নির্ধারিত সূচি অনুযায়ী বৃহস্পতিবার অ্যাওয়ে ম্যাচে প্যানাজিওটিস ডিলমপেরিসের শক্তিশালী পাঞ্জাব এফসির বিপক্ষে খেলতে নেমেছিল…

FC Goa Vs Punjab FC

short-samachar

ইন্ডিয়ান সুপার লিগে জয়ের ধারা বজায় রাখল এফসি গোয়া (FC Goa)। নির্ধারিত সূচি অনুযায়ী বৃহস্পতিবার অ্যাওয়ে ম্যাচে প্যানাজিওটিস ডিলমপেরিসের শক্তিশালী পাঞ্জাব এফসির বিপক্ষে খেলতে নেমেছিল মানোলো মার্কুয়েজের ছেলেরা। সম্পূর্ণ সময় শেষে ১-০ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নেয় গোয়ার এই ফুটবল ক্লাব। দলের হয়ে একটি মাত্র গোল করেন কার্ল ম্যাকহিউ। তাঁর গোলেই এবার জয় সুনিশ্চিত করে গোয়া শিবির। বর্তমানে আইএসএলের শিল্ড জয় সম্ভব না হলেও জয়ের ধারা বজায় রেখেই চ্যাম্পিয়নশিপের লড়াই করতে চান মানোলো।

   

হিসাব অনুযায়ী দেখলে এটি ‌ পাঞ্জাব এফসির হোম ম্যাচ হলেও প্রথম থেকেই যথেষ্ট আক্রমণাত্মক থেকেছে বোরহা হেরেরাদের দল। আর্মান্দো সাদিকু থেকে শুরু করে ব্রাইসন ফার্নান্দেজ হোক কিংবা মহম্মদ ইয়াসির। গোলের সুযোগ পেয়েছিলেন একাধিকবার। কিন্তু পাঞ্জাবের দক্ষ ডিফেন্সে আটকে যেতে হয়েছিল বারংবার। তবে ৪৫ মিনিটের মাথায় থ্রোইন থেকে বল নিয়ে পাঞ্জাবের বক্সে ঢুকে পড়েন ম্যাকহিউ। তাঁর শট অনায়াসেই পোস্টের গা ঘেঁষে ঢুকে যায় গোলের মধ্যে। প্রথমার্ধ শেষে সেই একটি মাত্র গোলেই এগিয়ে থাকে এফসি গোয়া।

Also Read | Mohun Bagan Aims: মুম্বই ম্যাচেও জয় চান মোলিনা, কী বলছেন আপুইয়া ? 

দ্বিতীয়ার্ধে পাঞ্জাব এফসির কাছে একাধিকবার গোলের সুযোগ আসলেও তা কাজে লাগানো সম্ভব হয়নি। নাহলে অনায়াসেই ম্যাচে ফিরে আসতে পারত ডিলমপেরিসের ছেলেরা। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। শেষ পর্যন্ত একটি মাত্র গোলের ব্যবধানেই জয় সুনিশ্চিত করে ফেলে এফসি গোয়া। অপরদিকে পয়েন্ট টেবিলের কিছুটা উপরে ওঠার সুযোগ থাকলেও সেটা কাজে লাগানো সম্ভব হয়নি আজমির সুলজিকদের কাছে। এই ম্যাচে জয় আসলে অনায়াসেই ইমামি ইস্টবেঙ্গলকে ছুঁয়ে ফেলতে পারত পাঞ্জাব এফসি।

কিন্তু পয়েন্ট নষ্ট করায় সুপার সিক্সের লড়াই থেকে সম্পূর্ণ ভাবে ছিটকে গেল পাঞ্জাব এফসি। যা নিঃসন্দেহে হতাশ করবে সকল সমর্থকদের। অপরদিকে টানা জয় আসায় বর্তমানে আত্মবিশ্বাসের তুঙ্গে গোয়ার ফুটবলাররা।