East Bengal: ভারতীয় কোচ দিয়েই কাজ শুরু করতে পারে ইস্টবেঙ্গল

দলবদলের ব্যাপারে একাধিক আপডেট মিলেছে ইতিমধ্যে। তবে আগামী মরশুমে ইস্টবেঙ্গলের (East Bengal) কোচ কে হবেন সে প্রসঙ্গে নিশ্চিত করে এখনই কিছু বলা যাচ্ছে না। মাঝে…

East Bengal: ভারতীয় কোচ দিয়েই কাজ শুরু করতে পারে ইস্টবেঙ্গল

দলবদলের ব্যাপারে একাধিক আপডেট মিলেছে ইতিমধ্যে। তবে আগামী মরশুমে ইস্টবেঙ্গলের (East Bengal) কোচ কে হবেন সে প্রসঙ্গে নিশ্চিত করে এখনই কিছু বলা যাচ্ছে না। মাঝে মধ্যে কিছু কানাঘুষো শোনা গেলেও তা বহুলাংশে সমর্থিত নয়। জল্পনা মাত্র।

Advertisements

আপাতত ঘরোয়া লিগে খেলা ফুটবলারদের সম্মতি আদায় করছেন লাল হলুদ কর্তারা। একাধিক ফুটবলার ইতিমধ্যে সম্মত হয়েছেন বলে খবর। প্রশ্ন থেকে যাচ্ছে কোচিং নিয়ে।

   
 East Bengal
এখন লাল হলুদ ব্রিগেডের দায়িত্বে মারিও রিভেরা।

এখন মনে করা হচ্ছে প্রাথমিকভাবে ভারতীয় কোনো কোচের কাঁধে দায়িত্ব তুলে দিতে পারে ইস্টবেঙ্গল ক্লাব। কারণ সামনের মরশুমে ইন্ডিয়ান সুপার লিগ ছাড়াও একাধিক প্রতিযোগিতায় দল নামাতে পারেন কর্তারা। সেখানে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব দেওয়া হতে পারে দেশীয় কোনো কোচকে।

Advertisements

অনুমান, মরশুমের অগ্রগতির পর নিয়ে আসা হতে পারে বিদেশি কোচ। তখন সেই ভারতীয় কোচকে করা হতে পারে সহকারী। বিদেশি কোচ বাছাই বা সরকারি সই ইনভেস্টর চূড়ান্ত হওয়ার পরেই করা হতে পারে।