বিধানসভা ভোটের আগেই তৃণমূল নেত্রী মমতার কণ্ঠে খেলা শুরুর বার্তা। চনমনে শাসক শিবির। কলকাতার দলেরই মহাবৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন
ভোটার তালিকা থেকেই খেলা শুরু হবে। আরও জোরে খেলা হবে। জাগরণ হবে। আপনারাই করবেন।
মমতার অভিযোগ, নির্বাচন কমিশনের আশীর্বাদে ভোটার তালিকায় কারচুপি করেছে বিজেপি। ভোটের আগে ভোটার তালিকা পরিষ্কার করতে হবে। বাংলার ভোটার তালিকায় গুজরাট, হরিয়ানার লোক ভর্তি। তালিকার পর তালিকা। ভোটার তালিকা দেখে নেবেন। আধার কার্ড কেলেঙ্কারি করেছে।
এদিন মমতা বলেন, আমরা বিধানসভায় ২১৫ পাব। তার থেকে বেশি হবে কম হবে না। যে প্রার্থী হবে প্রতীকই কথা। তিনি বলেন, আগামী বছর (২০২৬) মার্চ-এপ্রিলে রাজ্যে বিধানসভা ভোট হতে পারে।
মোদীকে লক্ষ্য করে মমতার হুঁশিয়ারি,দিল্লি মহারাষ্ট্রের কায়দা এখানে করতে এলে ধরব। ভোটার লিস্ট পরিষ্কারের কাজে দরের কর্মীদের এলাকায় সক্রিয় হয়ে নামতে নির্দেশ দিলেন। কমিটি গড়ে দিলেন। মমতা বলেন, তিন দিন পরপর তথ্য তৃণমূল ভবনে পাঠাতে হবে।