Weather: বৃষ্টি হবে ছাতা রাখতে বলেছে হাওয়া মোরগ

হাওয়া অফিসের মোরগ বলছে রাজ্যে গরম হাওয়া ঢুকেছে। বৃষ্টি হবে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস  বেশ কিছু জেলায় এখনও বৃষ্টির সম্ভাবনা। আজ থেকেই এই বৃষ্টির পূর্বাভাস…

IMD Weather Update: Depression Forms Over Bay of Bengal, Rainfall Predicted in Several South Bengal Districts During Winter

হাওয়া অফিসের মোরগ বলছে রাজ্যে গরম হাওয়া ঢুকেছে। বৃষ্টি হবে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস  বেশ কিছু জেলায় এখনও বৃষ্টির সম্ভাবনা। আজ থেকেই এই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার থেকে হালকা তুষারপাতের সম্ভাবনা দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায়। শনিবার পর্যন্ত বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা।

   

দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। হাওয়া অফিস বলছে  ৫ মার্চ পর্যন্ত  দক্ষিণবঙ্গে কোথাও আর বৃষ্টি হবে না। 

মুম্বাই তাপপ্রবাহ সতর্কতা: সর্বোচ্চ তাপমাত্রা 38.5 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে বলে জানাল আইএমডি। আইএমডি আবহাওয়ার রিপোর্ট অনুসারে, পরবর্তী 48 ঘন্টার জন্য, মুম্বাই শহর এবং শহরতলিতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 37 এবং 22 ডিগ্রি সেলসিয়াস অনুভব করা যাবে। আকাশ প্রধানত পরিষ্কার থাকবে এবং গরম ও আর্দ্র অবস্থা বিরাজ করবে।