সৃষ্টি হল ইতিহাস। ইন্ডিয়ান সুপার লিগে এবার টানা তিনটি ম্যাচে জয় পেল ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব (East Bengal FC)। সূচি অনুযায়ী বুধবার সন্ধ্যায় সল্টলেকে যুবভারতী ক্রীড়াঙ্গনে পরবর্তী হোম ম্যাচ খেলতে নেমেছিল দিমিত্রিওস ডায়মান্তাকসরা। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল দুর্বল হায়দরাবাদ এফসির সঙ্গে। পূর্ণ সময়ের শেষে ২-০ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নিল অস্কার ব্রুজনের ছেলেরা। প্রাক্তন তারকা মনোজ মহম্মদের আত্মঘাতী গোলে এদিন এগিয়ে গিয়েছিল লাল-হলুদ ব্রিগেড। পরবর্তীতে দলের হয়ে ব্যবধান বাড়িয়ে দেন রাফায়েল মেসি বাউলি।
FT | FIGHTING TILL THE END – THE EAST BENGAL WAY! ❤️💛#JoyEastBengal #ISL #EBFCHFC pic.twitter.com/PX6cnTWYoP
— East Bengal FC (@eastbengal_fc) February 26, 2025
অতিরিক্ত সময়ের মধ্যে দ্বিতীয় গোল আসতেই জয় সুনিশ্চিত হয়ে যায় ময়দানের এই প্রধানের। এই জয়ের সুবাদে আইএসএলের সুপার সিক্সের আশা জিইয়ে রাখল মশাল ব্রিগেড। বর্তমানে ২২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের অষ্টম স্থানে নিজেদের ধরে রাখল ইস্টবেঙ্গল। আগামী রবিবার নিজেদের ঘরের মাঠে পরবর্তী ম্যাচ খেলতে নামবে সৌভিক চক্রবর্তীরা। তবে লড়াইটা যে খুব একটা সহজ হবে না সেটা ভালো মতোই জানেন সকলে। কিন্তু এখন এই ম্যাচের দিকেই এখন নজর রয়েছে আপামর লাল-হলুদ জনতার।
কিন্তু এদিন ম্যাচের শুরুটা খুব একটা আহামরি ছিল না ইস্টবেঙ্গল ফুটবলারদের। প্রতিপক্ষের আক্রমণভাগকে প্রতিহত করা ছাড়া তেমন কোনো কিছুই বলার ছিল না। বরং সময় এগোনোর সাথে সাথে ক্রমশ আক্রমণাত্মক হয়ে উঠতে শুরু করেছিল অ্যালেক্স সাজিরা। প্রথমার্ধের একেবারে শেষের দিকে ফ্রি-কিক থেকে লাল-হলুদ রক্ষণভাগে দুরপাল্লার শট নিয়েছিলেন এডমিলসন কোরিয়া। কিন্তু অল্পের জন্য গোলের মুখ খোলা সম্ভব হয়নি তাঁদের পক্ষে। পোস্টে লেগে ফিরে আসে সেই বল। যারফলে গোলশূন্য ফলাফলে শেষ হয় ম্যাচের প্রথমার্ধ।
তবে দ্বিতীয়ার্ধ থেকে কিছুটা সংঘবদ্ধ ফুটবল খেলতে শুরু করে মশাল ব্রিগেড। বেশ কয়েকবার প্রতিপক্ষের রক্ষণভাগে হানা দিলে ও গোলের মুখ খোলা সম্ভব হয়নি। নয়া বিদেশি ফুটবলার মেসি বাউলি গোলমুখী শট নিলেও পোস্ট লেগে প্রতিহত হয় সেটি। যারফলে স্বাভাবিকভাবেই ধৈর্য হারাতে শুরু করেছিলেন গ্যালারির সমর্থকরা।
তবে ৮৬ মিনিটের মাথায় চলে আসে সেই মুহূর্ত। রিচার্ড সেলিসের কর্নার থেকে গোল করতে ওঠেন ডেভিড লালহানসাঙ্গা। তাঁর বদলে প্রতিপক্ষ দলের ডিফেন্ডার মনোজ মহম্মদের মাথায় লেগে বল চলে যায় গোলের মধ্যে। যারফলে অনায়াসেই ১-০ এগিয়ে যায় ইস্টবেঙ্গল। সেই ধাক্কা কাটিয়ে ওঠার কিছু সময়ের মধ্যেই দলের হয়ে নিজের প্রথম গোল তুলে নেন মেসি বাউলি। যালফলে ২-০ গোলেয ব্যবধানে আসে জয়। সেই নিয়ে খুশি সমর্থকরা।