বাররদের ‘রামসেনা’র সঙ্গে তুলনা আকরামের!

পাকিস্তান ক্রিকেটের কিংবদন্তি ওয়াসিম আকরাম (Wasim Akram) গত রবিবার ভারতের (India) বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy 2025) গ্রুপ এ ম্যাচে পাকিস্তানের (Pakistan) বিপর্যয়ের পর…

wasim-akram-on-pakistan-cricket team

পাকিস্তান ক্রিকেটের কিংবদন্তি ওয়াসিম আকরাম (Wasim Akram) গত রবিবার ভারতের (India) বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy 2025) গ্রুপ এ ম্যাচে পাকিস্তানের (Pakistan) বিপর্যয়ের পর দলের পারফরম্যান্স নিয়ে তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন পাকিস্তান ক্রিকেটে পারফরম্যান্স উন্নত করতে প্রয়োজন বেশ কিছু মৌলিক পরিবর্তন।

অ্যাকরাম বিশেষভাবে পাকিস্তানি ক্রিকেটারদের খাদ্যাভ্যাস নিয়ে মন্তব্য করেছেন। ভারতের বিপক্ষে ম্যাচ চলাকালীন তিনি লক্ষ্য করেন যে, খেলোয়াড়রা বিপুল পরিমাণে কলা খাচ্ছিলেন। এই দৃশ্য দেখে আকরাম বলেন, “আমি শুধু একটাই প্রশ্ন করতে চাই, ওই দ্বিতীয় বা তৃতীয় ড্রিঙ্ক ব্রেকে, খেলোয়াড়দের জন্য কলার প্লেট বের হচ্ছে। এত কলা তো বানরও খায় না। আর এটা তাদের ডায়েট। তুমি (ওয়াকার ইউনিস) বললে, বল করার সময় তুমি কতটা কলা খেতে?”

   

তিনি আরও বলেন, “যদি আমাদের সময়ে এমনটা হতো আর আমাদের অধিনায়ক ইমরান খান আমাদের দেখে ফেলতেন, তিনি আমাদের খুব খারাপভাবে শাসন করতেন।”

লঙ্কায় সীতা উদ্ধারের সময় বানরসেনাই ছিল রামের সঙ্গী। তাই বানরসেনাকে ‘রামসেনা’ বলা হয়। আর সেই রামসেনা অর্থাৎ বানরদের সঙ্গেই তুলনা করা হল পাকিস্তান ক্রিকেট দলকে। 

ভারত পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে ম্যাচ জিতে আর বিরাট কোহলি শতক হাঁকিয়ে অপরাজিত থাকেন। পাকিস্তানকে২৪১ রানেই আটকে দেয় ভারতীয় বোলিং আক্রমণ।

এখন পাকিস্তান দুটি ম্যাচ হারার পর চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে সেমিফাইনালের জন্য বাদ পড়েছে। আগামী ম্যাচে তারা বাংলাদেশের সঙ্গে মোকাবেলা করবে তবে এটি তাদের কোয়ালিফিকেশনের জন্য আর কোন গুরুত্ব বহন করে না।