কলকাতা: ঝর-বৃষ্টির পর্ব কাটিয়ে ফের ফুরফুরে আবহাওয়া ফাল্গুনে৷ তবে বেশি দিন এই আমেজ থাকবে না৷ খুব শীঘ্রই পড়বে গরম৷ ঝড়-বৃষ্টির জেরে তাপমাত্রা অনেকটাই কমেছিল৷ হাওয়া অফিস বলছে, যেটুকু শীতের রেশ বাকি ছিল, এবার সেটুকুও কেটে যাবে৷ এবার পারদ চড়ার পালা৷ মার্চের মাঝামাঝি থেকেই রীতিমতো গরমে হাঁসফাঁস করতে হবে বঙ্গবাসীকে৷ এরই মাঝে প্রশ্ন জেগেছে, নতুন করে বৃষ্টির সম্ভাবনা আছে কি রাজ্যে?
হাওয়া অফিস বলছে, আগামী চার পাঁচ দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্কই থাকবে৷ বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই বললেই চলে৷ আজ, বুধবার থেকেই চড়বে পারদ৷ মার্চ মাসের শুরুতেই তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। মার্চের মাঝামাঝি পৌঁছে রীতিমতো ঘাম ছুটবে দক্ষিণবঙ্গবাসীর৷ সপ্তাহান্ত থেকেই পরিস্থিতি বদলাতে শুরু করবে৷ লাফিয়ে বাড়বে রাতের তাপমাত্রা৷ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৪ -২৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে৷ সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি পেরিয়ে যাবে৷
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং ও কালিম্পঙের হালকা বৃষ্টি হবে৷ পাশাপাশি আলিপুরদুয়ার, জলপাইগুড়িতেও হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিংয়ের কিছু পার্বত্য এলাকায় নতুন করে তুষারপাতও হতে পারে৷ এছাড়াও আগামী কয়েকদিন উত্তরবঙ্গের কিছু সকালের দিকে কুয়াশার দাপট দেখা যাবে৷ শুক্রবার ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পং-এ৷