সোমবার সকালে উলুবেড়িয়ায় ঘটল এক ভয়াবহ পথ দুর্ঘটনা। সকাল ৮টা নাগাদ উলুবেড়িয়ার কুলগাছিয়া শ্রীরামপুরে ১৬ নম্বর জাতীয় সড়কে দুটি বাসের মধ্যে সংঘর্ষ ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন ২০ জন বাসযাত্রী। নন্দীগ্রাম-বারাসাত রুটের একটি বেসরকারি বাস আচমকাই দাঁড়িয়ে পড়ে যাত্রী তোলার জন্য, অন্যদিক থেকে আসা দীঘা-হাওড়াগামী বাসটি দাঁড়িয়ে থাকা বাসটিকে ধাক্কা মারে।
প্রবল ধাক্কায় সামনের বাসের প্রায় ২০ জন যাত্রী আহত হন। পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, দুটি বাস মিলে ঘটনাস্থলে প্রায় ১০০ জন যাত্রী ছিল। আহতদের দ্রুত উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে, ঘটনাস্থল থেকে পলাতক বাসের চালক। পুলিশ দুটি বাসকেই আটক করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।
হাওড়ায় আরও এক দুর্ঘটনা:
অন্যদিকে, রবিবার রাতে হাওড়াতেই ঘটেছে আরও একটি পথ দুর্ঘটনা। কদমতলার সরকারি আবাসনের সামনে এক তৃণমূল কর্মীর বাইকের ধাক্কায় মৃত্যু হয় ৫৭ বছর বয়সী অর্চনা দত্ত নামক এক মহিলা পথচারীর।
রবিবার রাতে, প্রায় সাড়ে ১০টা নাগাদ, মুদিখানা থেকে ফিরছিলেন ওই মহিলা, তখন তাঁকে বাইকটি ধাক্কা মারে। মাথায় গুরুতর চোট পেয়ে তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনার পরেই বাইক আরোহী, অভিযুক্ত অরুণাভ দত্ত এবং তার সঙ্গী অভিজিৎ মণ্ডল পালিয়ে যায়। বাইকটি নিয়ে পালানোর সময় তাঁরা নর্দমায় পড়ে যান এবং স্থানীয়রা তাঁদের ধরে ফেলেন। তবে, যুব তৃণমূল নেতা অভিজিৎ মণ্ডল ঘটনাস্থল থেকে পালিয়ে যান।