আবারও প্রমাণিত হল, ওস্তাদের মার শেষ রাতেই হয়। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy 2025) পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয় এনে দেওয়া বিরাট কোহলির অনবদ্য ব্যাটিং নিঃসন্দেহে ক্রিকেটপ্রেমীদের মনে চিরস্থায়ী হয়ে থাকবে।
দুবাইতে অনুষ্ঠিত এই হাইভোল্টেজ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। শুরুটা ভালো করলেও ভারতীয় বোলারদের দাপটে ২৪২ রানের বেশি তুলতে পারেনি রেজওয়ানের দল। জবাবে ভারতীয় ব্যাটিং লাইনআপের প্রধান স্তম্ভ হয়ে ওঠেন বিরাট কোহলি।
দুর্দান্ত আত্মবিশ্বাসে ভর করে ১১১ বলে ১০০ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। বিশেষ করে শেষ বলে বাউন্ডারি মেরে দলকে জয় এনে দেওয়ার মুহূর্তটি ছিল রোমাঞ্চকর। তার অসাধারণ ব্যাটিংয়ের সৌজন্যে ভারত ৬ উইকেটে এই গুরুত্বপূর্ণ ম্যাচ জিতে নেয়। পাশাপাশি ওডিআই ক্রিকেটে আরও একটি মাইলফলক স্পর্শ করলেন বিরাট। ৪০০০ রান পূর্ণ করে নতুন রেকর্ড গড়লেন তিনি।
এটি ছিল তার এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম সেঞ্চুরি, যা ভারতীয় সমর্থকদের জন্য এক বিশাল আনন্দের উপলক্ষ হয়ে উঠেছে। তার ব্যাটিংয়ে ফুটে ওঠে নিখুঁত টেকনিক, অসাধারণ ধৈর্য এবং বিপর্যয়ের মধ্যেও লড়াই করার অদম্য মানসিকতা।
এই জয়ের ফলে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে জায়গা করে নিতে আরও একধাপ এগিয়ে গেল। ক্রিকেটবিশ্বের চোখ এখন বিরাট কোহলি ও তার দলের ওপর, যারা আরও একবার নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে প্রস্তুত।