Ukraine War: ইউক্রেনে ভয়াবহ হামলার মাঝে ভারতকে ধন্যবাদ দিল রাশিয়া, রাষ্ট্রসংঘ সচকিত

ইউক্রেন সঙ্কট (Ukraine War) ইস্যু নিয়ে রাশিয়ার বিপক্ষে নিন্দা প্রস্তাবে ভারত ভোট দেয়নি। এর জন্য ভারতকে ধন্যবাদ জানিয়েছে রাশিয়া। নয়াদিল্লিতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ডেনিস আলিপভ…

Ukraine war Russia thanks india for unbiased position

short-samachar

ইউক্রেন সঙ্কট (Ukraine War) ইস্যু নিয়ে রাশিয়ার বিপক্ষে নিন্দা প্রস্তাবে ভারত ভোট দেয়নি। এর জন্য ভারতকে ধন্যবাদ জানিয়েছে রাশিয়া। নয়াদিল্লিতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ডেনিস আলিপভ একথা জানিয়েছেন। রুশ সংবাদ সংস্থা তাস জানাচ্ছে এই খবর।

   

রাশিয়া জানিয়েছে, ‘আমরা ভারতের সঙ্গে কৌশলগত অংশীদার। রাষ্ট্রসংঘে ভারতের ভারসাম্যপূর্ণ অবস্থানের জন্য আমরা কৃতজ্ঞ। ভারত ইউক্রেনে এই সঙ্কটের গভীরতা বুঝতে পারে।

গত ২৫ ফেব্রুয়ারি  ইউক্রেনের উপর রাশিয়ার হামলার নিন্দা জানাতে রাষ্ট্রপতিসংঘের নিরাপত্তা পরিষদে মার্কিন যুক্তরাষ্ট্রের আনা একটি খসড়া প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া। এই প্রস্তাবে ভোটদানে বিরত ছিল চিন, ভারত ও সংযুক্ত আরব আমিরশাহি, পাকিস্তান, বাংলাদেশ সহ মোট ৩৫টি দেশ।

বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা হয়। পুতিন বলেছেন, সংঘাতপূর্ন এলাকা থেকে ভারতীয়দের নিরাপদ প্রস্থান ও দেশে যেন নিরাপদে ফিরতে পারে তা নিশ্চিত করতে রুশ সেনাদের নির্দেশ দিয়েছেন তিনি।