ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের (Pope Francis). শারীরিক অবস্থা এখন ‘সঙ্কটজনক’ বলে জানিয়েছে ভ্যাটিকান। হাঁপানি, নিউমোনিয়াসহ আরও বেশকিছু শারীরিক জাটিলতা নিয়ে এক সপ্তাহেরও বেশি সময় ধরে তিনি হাসপাতাল ভর্তি রয়েছেন।
ভ্যাটিকান সিটি কর্তৃপক্ষের বিবৃতি পবিত্র পিতার অবস্থা এখনও সংকটজনক। পোপ বিপদমুক্ত নন। বিবিসি জানিয়েছে,পোপকে রক্তও দিতে হয়েছে বলে জানানো হয়েছে। ৮৮ বছর বয়সী এই ধর্মগুরু সজাগ রয়েছেন। এমনকি তিনি চেয়ারেও বসতে পারছেন বলে জানানো হয়। কিন্তু নিঃশ্বাস নেওয়ার জন্য তাকে ‘উচ্চমাত্রায়’ অক্সিজেন দিতে হচ্ছে।
বিবিসি জানিয়েছে,এর আগে, পোপ ফ্রান্সিসের ফুসফুসে ‘জটিল সংক্রমণ’ ধরা পড়েছিল। তিনি রোমের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
যদিও পোপ ফ্রান্সিস ক্রমাগত পর্যবেক্ষণে রয়েছেন, কিছু ইতালীয় এবং সুইস ট্যাবলয়েড সংবাদপত্র রিপোর্ট করেছে ভ্যাটিকানে সম্ভাব্য অন্ত্যেষ্টিক্রিয়ার প্রস্তুতি চলছে। এই সংবাদের পাশাপাশি বলা হয়, পরবর্তী পোপ বাছাই শুরু হয়েছে।