কলকাতা: হাওয়া অফিসের পূর্বাভাস মিলিয়ে বৃষ্টি হয়েছে বৃহস্পতিবারে৷ শুক্রবার দিন ভর আকাশ ছিল পরিষ্কার৷ তবে আজ, শনিবার ফের ঝড়-বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ বিভিন্ন জেলায় কমলা ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। গোটা রাজ্যেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের দিকে দমকা হাওয়াও বইতে পারে। কোনও কোনও জেলায় ঘণ্টায় ৫০ কিমি বেগে ঝড় বইতে পারে।
এদিকে শীতের শেষে আচমকা বৃষ্টি নেমে বন্যা পরিস্থিতি তৈরি করেছে বিভিন্ন অঞ্চলে৷ জলের নিচে ডুবেছে বিঘার পর বিঘা আলু জমি। মাথায় হাত পড়েছে আলু চাষীদের। এরইমধ্যে বিভিন্ন জেলায় রয়েছে শিলাবৃষ্টির পূর্বাভাস। যা চাষীদের আরও ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।
আজ ও আগামীকাল কলকাতায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হলুদ সতর্কতা রয়েছে হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং মুর্শিদাবাদেও। তবে হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং নদিয়া জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার দাপটও থাকবে৷
হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদিয়া জেলায় দুর্যোগের সম্ভাবনা বেশি থাকবে। এই আট জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং শিলাবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে৷ সঙ্গে বইবে ঝড়৷
রবিবারে বৃষ্টি হবে হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়ায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সোমবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে। তবে মঙ্গলবার থেকেই বদলে যাবে আবহাওয়া৷ মেঘ সরে মাথার উপর গনগন করবে সূর্য৷ ধীরে ধীরে বাড়তে শুরু করবে তাপমাত্রা৷
শনিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছে৷